জীবনের খোঁজে

মৌসুমী ভৌমিক 
কবিতা
Bengali
জীবনের খোঁজে

জীবনের খোঁজে

কিছুদিন আগের সেই দিনগুলো ছিল বসন্ত। তখন
উড়ন্ত অবস্থায় যে পাখিটি আলাপ করেছিল,

এখন, সে যেন কি ভেবে খানিকটা নেমে এসে
গায়ে গায়ে সংলগ্ন পাতার আড়ালে লুকিয়ে রয়েছে।

সে সুবাদে নিচে থেকে উঁকি মেরে দেখি
প্রকাণ্ড সেই নিম গাছের এক কোণে, নিভৃতে,
ওই হলদেটে প্রাণ অফুরান সুর বিলাচ্ছে বাতাসে।
বোধকরি ইষ্টিকুটুম ডেকে আনতে চাইছে।

একটানা সন্ধান করছি বড় পাথর ও শেকড়ের
যাতে পা রাখলে কোন আওয়াজ না ওঠে,তবুও,
সাবধানী চলাচলে কিছু শুকনো পাতা ভাঙছে।

কানাকানি হয়ে গেল তখনই।
ও পালিয়ে গেল।একরাশ উড়ন্ত পাতার মত,

দ্রুত,
উড়ে কোথাও না কোথাও যাবে সে নিশ্চয়ই।

আমি আর জীবন ছুটতেই থাকি…
জীবন যেদিকে পাখনা মেলে।

প্রতীতি

বুকের ভেতর ক্ষতবিক্ষত অর্ধশতক
নিয়ে একাকী শুয়ে শুয়ে
নতুন ভোরের বেলায় শুনি
কে যেন ডাকে
ভালবাসার চেনা ডাক
প্রশান্তি একরাশ
এগোলাম দুপা ফেলে
পৃথিবীর নীলে জলে
দেখি প্রচুর জলোচ্ছ্বাস
স্নিগ্ধ সমুদ্র আলিঙ্গনের স্বাদ
অজস্র গল্পকথন
আমি আড়াল খুঁজি
ভুলে যাই অমীমাংসিত সব বিবাদ।

জন্ম ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বেড়ে ওঠা, শিক্ষা সবই শহর শিলিগুড়িতে। উচ্চ মাধ‍্যমিক সরকারি স্কুলে ভূগোলের শিক্ষকরূপে কর্মরত। লেখালেখি কিশোর বয়স থেকেই। মূলত কবিতাই প্রথম পছন্দের। 'দ্রোহকাল অক্ষরে' সাহিত‍্য পত্রিকা এবং ' ড্যাস ' আন্তর্জাতিক ওয়েব ম্যাগাজিন সহ বিভিন্ন জায়গায় নিয়মিত...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..