প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
জীবনের খোঁজে
কিছুদিন আগের সেই দিনগুলো ছিল বসন্ত। তখন
উড়ন্ত অবস্থায় যে পাখিটি আলাপ করেছিল,
এখন, সে যেন কি ভেবে খানিকটা নেমে এসে
গায়ে গায়ে সংলগ্ন পাতার আড়ালে লুকিয়ে রয়েছে।
সে সুবাদে নিচে থেকে উঁকি মেরে দেখি
প্রকাণ্ড সেই নিম গাছের এক কোণে, নিভৃতে,
ওই হলদেটে প্রাণ অফুরান সুর বিলাচ্ছে বাতাসে।
বোধকরি ইষ্টিকুটুম ডেকে আনতে চাইছে।
একটানা সন্ধান করছি বড় পাথর ও শেকড়ের
যাতে পা রাখলে কোন আওয়াজ না ওঠে,তবুও,
সাবধানী চলাচলে কিছু শুকনো পাতা ভাঙছে।
কানাকানি হয়ে গেল তখনই।
ও পালিয়ে গেল।একরাশ উড়ন্ত পাতার মত,
দ্রুত,
উড়ে কোথাও না কোথাও যাবে সে নিশ্চয়ই।
আমি আর জীবন ছুটতেই থাকি…
জীবন যেদিকে পাখনা মেলে।
প্রতীতি
বুকের ভেতর ক্ষতবিক্ষত অর্ধশতক
নিয়ে একাকী শুয়ে শুয়ে
নতুন ভোরের বেলায় শুনি
কে যেন ডাকে
ভালবাসার চেনা ডাক
প্রশান্তি একরাশ
এগোলাম দুপা ফেলে
পৃথিবীর নীলে জলে
দেখি প্রচুর জলোচ্ছ্বাস
স্নিগ্ধ সমুদ্র আলিঙ্গনের স্বাদ
অজস্র গল্পকথন
আমি আড়াল খুঁজি
ভুলে যাই অমীমাংসিত সব বিবাদ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..