প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অভিশাপ
মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ
সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ
এক ফালি সুখের নেশায় প্রতিনিয়ত পথচলা
অবেলায় সূর্য ডুবো ডুবো ছায়া ঢাকা পথ
সুখের প্রত্যাশায় গাঙচিলের লুটোপুটি
খরার বুকে তৃষ্ণা সুধায় সৃষ্টির প্রেরণা
মরা গাঙে জোয়ার নামে অবেলায় এসে
জীবন্ত আর্তনাদে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
আবেগের সুখ পাখিটার তীব্র আর্তনাদ
ক্ষুধার যন্ত্রণায় অবিরত চারিদিকে হাহাকার
কাঠফাটা রোদ পিপাসা কাতর অবুঝ হৃদয়
হতাশার গ্লানি রঙছটা আলোর লুকোচুরি
মৌনতার বেড়াজালে মায়াবী স্বপ্নের হাতছানি
ঘৃণ্য চোখে সুলুপ দৃষ্টিতে নির্বাক প্রাণ।
জীবনের বাস্তবতায়
একটু একটু করে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা
দুচোখের কোণে ঘন কালচে আবরণ
ঠোঁটের কোণে অভিমানের মৃদু হাসি
মনের অজান্তে না বলা জমানো কথার ভিড়
শরীরে কুচকুচে কালো মেঘ রাশি রাশি
হাঁটতে গিয়ে যেন দু’কদম হোঁচট খাওয়া
আঁধারে মলিন কালো মেঘের চুম্বনে গাঙচিল
একফালি সুখের নীড়ে বুনোহাঁসের ডুব সাঁতার
হৃদয়ে মায়াবী ছায়া অভিমানে মুখ লুকায়
আত্মার শান্তি কামনায় আলিঙ্গনের দ্বার
নিঃশ্বাসে স্পন্দন স্পর্শে জীবনের উপলব্ধি
দুঃখগুলো হাওয়ায় ভেসে বেড়ানো মেঘের ভেলা
আপন নীড়ে ফেরার তাড়া সায়াহ্নে
মৃত্যু যন্ত্রণার আগুন দৃষ্টিতে নির্বাক বৃষ্টিস্নান
তোমায় আমাতে বক্র রেখার সমীকরণ
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..