জীবন

তীর্থপতি গুপ্ত
কবিতা
Bengali
জীবন

ড্রয়িংরুমে বাতাস ঢোকা পছন্দ নয় আমার।
ওতে মোমবাতি নিভে যায়।
ছড়িয়ে পড়ে আগুন সংসারে।
তাই আমার সংসার সুন্দর।
একটা একোয়ারিয়াম, তাতে দুটো মাছ, সোনালী।
দুই একটি সুন্দর করে ছাঁটা পাতাবাহার গাছ।
এক সাদা কুতকুতে স্পেনীয়াল।
চারটে রঙ্গিন পাখি।
আর আমরা তিনজন।
সবাই স্বাধীন।
ও হ্যাঁ, আর আমার কবিতা।
কবিতা চিরকাল স্বাধীন, অর্ডারি।
অর্ডারের উপর আমার নিজস্বতা ছড়ানো,
নির্দিষ্ট রাঙের।
আমার পূর্বসূরিদের মত,
কাঁটার জায়াগায় কাঁটা, ফুলের জায়গায় ফুল।
জীবন সুন্দর নিরুপদ্রব রাখাও একটা আর্ট এবং  শিল্প।
যেন ভেন্টিলেশনে থাকা রুগী।
ভালো থাকা আর বেঁচে থাকা।

তীর্থপতি গুপ্ত। কবি ও চিকিৎসক। পেশায় ফিজিওথেরাপিস্ট হলেও নেশায় কবিতা, ক্যামেরা, কালার। নিজেকে যখন দমবন্ধ লাগে তখন কবিতাই প্রাণ দেয়। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেই জন্ম কর্ম ও বেড়েওঠা। তাঁর মতে, একটু ভালো থাকা একটু ভালো রাখার জন্যই বেঁচে থাকা,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..