নদী যেখানে
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ড্রয়িংরুমে বাতাস ঢোকা পছন্দ নয় আমার।
ওতে মোমবাতি নিভে যায়।
ছড়িয়ে পড়ে আগুন সংসারে।
তাই আমার সংসার সুন্দর।
একটা একোয়ারিয়াম, তাতে দুটো মাছ, সোনালী।
দুই একটি সুন্দর করে ছাঁটা পাতাবাহার গাছ।
এক সাদা কুতকুতে স্পেনীয়াল।
চারটে রঙ্গিন পাখি।
আর আমরা তিনজন।
সবাই স্বাধীন।
ও হ্যাঁ, আর আমার কবিতা।
কবিতা চিরকাল স্বাধীন, অর্ডারি।
অর্ডারের উপর আমার নিজস্বতা ছড়ানো,
নির্দিষ্ট রাঙের।
আমার পূর্বসূরিদের মত,
কাঁটার জায়াগায় কাঁটা, ফুলের জায়গায় ফুল।
জীবন সুন্দর নিরুপদ্রব রাখাও একটা আর্ট এবং শিল্প।
যেন ভেন্টিলেশনে থাকা রুগী।
ভালো থাকা আর বেঁচে থাকা।
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে! ঝড় এসেছে, ঝড় আসছে- ঝড়! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে…..
মাধুকরী জানলা দিয়ে ভিক্ষুকের মতো চাঁদ উঁকি দেয় রমণীর শরীরী হরফে। রাত্রির নগ্ন পেয়ালায় মহুয়া…..
উনি আমাদের গেরামকেএলেন, আমাদের দাওয়ায় বসলেন, আমার ঘরে দাওয়াত খেলেন। যাবার আগে, আমার ল্যাংটা, নাকে…..