বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ড্রয়িংরুমে বাতাস ঢোকা পছন্দ নয় আমার।
ওতে মোমবাতি নিভে যায়।
ছড়িয়ে পড়ে আগুন সংসারে।
তাই আমার সংসার সুন্দর।
একটা একোয়ারিয়াম, তাতে দুটো মাছ, সোনালী।
দুই একটি সুন্দর করে ছাঁটা পাতাবাহার গাছ।
এক সাদা কুতকুতে স্পেনীয়াল।
চারটে রঙ্গিন পাখি।
আর আমরা তিনজন।
সবাই স্বাধীন।
ও হ্যাঁ, আর আমার কবিতা।
কবিতা চিরকাল স্বাধীন, অর্ডারি।
অর্ডারের উপর আমার নিজস্বতা ছড়ানো,
নির্দিষ্ট রাঙের।
আমার পূর্বসূরিদের মত,
কাঁটার জায়াগায় কাঁটা, ফুলের জায়গায় ফুল।
জীবন সুন্দর নিরুপদ্রব রাখাও একটা আর্ট এবং শিল্প।
যেন ভেন্টিলেশনে থাকা রুগী।
ভালো থাকা আর বেঁচে থাকা।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..