নাগরিকত্ব
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
ড্রয়িংরুমে বাতাস ঢোকা পছন্দ নয় আমার।
ওতে মোমবাতি নিভে যায়।
ছড়িয়ে পড়ে আগুন সংসারে।
তাই আমার সংসার সুন্দর।
একটা একোয়ারিয়াম, তাতে দুটো মাছ, সোনালী।
দুই একটি সুন্দর করে ছাঁটা পাতাবাহার গাছ।
এক সাদা কুতকুতে স্পেনীয়াল।
চারটে রঙ্গিন পাখি।
আর আমরা তিনজন।
সবাই স্বাধীন।
ও হ্যাঁ, আর আমার কবিতা।
কবিতা চিরকাল স্বাধীন, অর্ডারি।
অর্ডারের উপর আমার নিজস্বতা ছড়ানো,
নির্দিষ্ট রাঙের।
আমার পূর্বসূরিদের মত,
কাঁটার জায়াগায় কাঁটা, ফুলের জায়গায় ফুল।
জীবন সুন্দর নিরুপদ্রব রাখাও একটা আর্ট এবং শিল্প।
যেন ভেন্টিলেশনে থাকা রুগী।
ভালো থাকা আর বেঁচে থাকা।
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
তোমায় নিয়ে বাঁচি একদিন আমাদের পৃথিবীটাকে সূর্যসমেত গিলে খাবে একটা কালো বিন্দু সেদিন কি পুরো…..