জুলিয়েটকে নিবেদিত পংক্তিগুচ্ছ

আবদুল বাতেন
কবিতা
Bengali
জুলিয়েটকে নিবেদিত পংক্তিগুচ্ছ

চাওয়া

 

চুরি হয়ে যাচ্ছে চুমু, নিবিড় রোদেলা আলিঙ্গন

ছিনতাই হয়ে যাচ্ছে জোসনাফুল, ঝরণাগান

নিলামে উঠেছে নীলাকাশ, প্রণয় ও প্রার্থনার।

 

হতাশ্বাসে হারিয়ে যাচ্ছে কামনাকুঁড়ি, প্রেমপল্লব

স্পর্শ, অরেঞ্জ অধরের।

ছারখার হচ্ছে সুন্দরের সংসার অন্ধ- অবিশ্বাসে

 

এই দুর্দিন দহনকালে দাও, তোমার বেদনার বৈভব

অবৈধ রোদন অন্তহীন। নিংড়ে দাও-

বিনিদ্র রজনীর রক্তপাত, গহনের গোঙানি

 

হেরে যাওয়া নত মুখের লজ্জা তোমার

টইটম্বুর তিমির, নিঃসঙ্গতার

প্রিয় বন্ধু, হৃদয় পেতেছি দাও- তোমার আজন্ম অপারগতা।

 

 

জুলিয়েটকে নিবেদিত পংক্তিগুচ্ছ

 

জাগো জুলিয়েট, ও আমার প্রিয় জুলিয়েট

ভাঙো কফিন কয়েদ, শুভ্র পুষ্পের শৃঙ্খল

খোলো তোমার আঁখি ঊষা

সুদূরে সরিয়ে নৈঃশব্দ্যের বহতা নদী।

 

তোমার ওষ্ঠ-পাঁপড়ি দুলবে কুহুতানে

কেশদাম খেলবে দখিনা হাওয়ায়

তোমার স্পর্শ আবির ছড়াবে দিগন্তে

হাসবে হাসিতে তোমার বিশ্বপ্রাণ।

 

জুলিয়েট, ও আমার জান জুলিয়েট

যদি তোমার স্বরে সুরঝরণা না ছোটে

যদি তোমার নিঃশ্বাস

আমার নামের নামতা না পড়ে আর

অপেক্ষা করো লক্ষ্মীটি, এক্ষুণি আসছি-

বিষপানে বিমুগ্ধ প্রেমিক তোমার সাথে।

 

 

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..