আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
পুরনো দেয়াল।
মেটে আর একরকম শ্যাওলা ধরে গেছে।
তার ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে সহস্র লাল পিঁপড়ে। আঁকারে অনেক বড়।
তার এই বোকা পিঁপড়েরা একত্রিত হয়ে খাদ্য সন্ধানে নেমে যায়।
মরে যাওয়া মাছগুলো বাজারের থলে থেকে উঁকি দিয়ে হাসে। কি বীভৎস রঙের হাসি?
কিন্তু মাছগুলোর ভাবভঙ্গী নাটকের রাজকীয় ভাবদর্শন দেখাতে থাকে। আহা!
প্রেমিকার হাত ধরে বাকি সময় হয়তো পার করা যেতো।
মিথ্যা খাতা উল্টাতে গিয়ে এটুকু জানলাম মানুষ সাহসের সাথে মিথ্যা বলতে পারে।
বুড়ো মানুষগুলো তার সাথে হারিয়ে ফেলেছে খিলি পানের অভ্যাস।
জেব্রা ক্রস তার সাথে অনেক কিছু মনে করিয়ে দিলো।
বাড়ি চেনানোর কৌশল দেখলাম একটু একটু করে মাথায় গুজে দেয়া হচ্ছে।
আর এর মধ্যে যে বা যারা সময়কে মেনে নেয়নি তাদের পরিণতি গলা টিপে
সময় হত্যা করা।
সময়কে এখন হত্যা করা হয় কুয়োয় ফেলে অথবা
বিশাল ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে।
স্বপ্নের মধ্যে বসবাস আর সেখানে কিছু মানুষ বাস করবে এবং ঠিক জেগে থাকবে।
বাস্তব সময় ঠিক অসচেতন।
কাল্পনিক নারীর ঘোর সংক্রান্ত রুপ ছিলো গোলাপের মতো।
স্বাভাবিক মানুষের মতো নদীর ধারে একা দাড়িয়ে ঠিক চিতকার করছিলো-
ফিরে আসো আবার।আরেকবার।
কিন্তু অবাধ্য ফ্যান্টাসীর ঘোর পাল্টা উত্তর দিয়ে বলে-আর ফিরতে চাই না।ফিরলে হয়তো ভালবাসা-বাসির শব্দ আস্তে আস্তে মিলিয়ে যাবে গ্রহ-উপগ্রহের সাথে।
আধভাঙ্গা বুড়ো আঙ্গুল দেখানো শব্দগুলো খুব নির্মম হলেও ঐগুলো একক।
আমাদের বিষাক্ত আগুনের ফোঁটায় অসঙ্খ্য বিষাদ কথাও থাকতো তার সাথে। তারপর কোন এক সময় আমরা সবাই নির্মম।
সাফল্যের মূলে অহমিকা
আর কোমলে পতন,
অহম করে পিশাচসুখি
আর কোমলে আত্মহনন।
কোমলে ভাগ্য নষ্ট
কোমলমতি দুর্ভাগা,
অহম পূরে চিত্তের আশা
অহম করে সৌভাগা।
অহমে আনন্দ
অহমে আকাশছোঁয়া,
কোমলে আত্মবিসর্জন
কোমলে মাথা নোয়া।
আকাশ দেখতে অহম লাগে
মেঘ দেখতে অহম,
অহমই খায় কোমলতা
অহমে অহমে অহম।
অহম সফলের মূল
আর কোমল পতনের মূল,
বানীর মর্ম বিকৃত হল
সুবাসিত প্লাস্টিকের ফুল।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..