আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
আশ্চর্য আশায় তবু বসে থাকে
স্বর্গালোকের মোহ তাকে
মধ্যযুগের অশ্বারোহীর মত দৌড়ায়
টাইপরাইটারের তোবড়ানো দ্বিধা-পাড়ায়
সময়ের অনাহারী সত্তা ডিঙ্গিয়ে
তুলে রাখে ন্যাড়া বৃক্ষের মগডালে,
বোদলেয়ারের সংশয়ে
কর্মহীন করুণ চশমার আড়ালে
ইচ্ছের শরীরে তখন
প্রেমহীন, ঘুমহীন স্মরণের প্রত্যাবর্তন
নাগরিক চেতনার নদী মাছবিহীন–
হাজা-মাজা জলজ বিশ্বাস রাত্রিদিন
সুবোধের চোখে অসহায় চেয়ে রয়
দুধ-কলা বিমুখ এক মাছরাঙা
আর অপেক্ষার মায়াবী সময়
ভীনদেশী পথিকের মত
সকাল থেকে মধ্যরাত সমাগত
ঝিমায় বিরূপ জীবন-
বিভ্রান্তি মহলে,
অন্ধ জোনাকিরা জ্বলে
জোছনার লকলকে জলে।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..