জোছনার জলে অন্ধ জোনাকি

রোমান জাহান
কবিতা
Bengali
জোছনার জলে অন্ধ জোনাকি

আশ্চর্য আশায় তবু বসে থাকে
স্বর্গালোকের মোহ তাকে
মধ্যযুগের অশ্বারোহীর মত দৌড়ায়
টাইপরাইটারের তোবড়ানো দ্বিধা-পাড়ায়
সময়ের অনাহারী সত্তা ডিঙ্গিয়ে
তুলে রাখে ন্যাড়া বৃক্ষের মগডালে,
বোদলেয়ারের সংশয়ে
কর্মহীন করুণ চশমার আড়ালে
ইচ্ছের শরীরে তখন
প্রেমহীন, ঘুমহীন স্মরণের প্রত্যাবর্তন
নাগরিক চেতনার নদী মাছবিহীন–
হাজা-মাজা জলজ বিশ্বাস রাত্রিদিন
সুবোধের চোখে অসহায় চেয়ে রয়
দুধ-কলা বিমুখ এক মাছরাঙা
আর অপেক্ষার মায়াবী সময়
ভীনদেশী পথিকের মত
সকাল থেকে মধ্যরাত সমাগত
ঝিমায় বিরূপ জীবন-
বিভ্রান্তি মহলে,
অন্ধ জোনাকিরা জ্বলে
জোছনার লকলকে জলে।

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ