প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
শ্রাবণে ঝিমঝিম বারিপাত হলেই অহংকারী নদীতে
ইলিশের বান ডাকে না।তার মানে এটা ধরে নেবেন না
আমি খুব ইলিশভক্ত আর পচা বা নোনা খেতে খেতে
শেওলাবিলাসি।অথবা পান চিবুতে চিবুতে হাতে
একটা পদ্মার রুপোলি পাত ঝুলিয়ে গদাইলস্করি
না দেখালে আভিজাত্য নর্দমায় যাবে।
#
এখনতো সেলাই করে করে সম্পর্ক বাঁধার সময়
আলালের বাবু হতে সাধ সাধ্যের বাইরে স্রোতের সম্পর্ক
ব্যাঙের ছাতার মতো দুরন্ত ফুটে ওঠা আর শুকিয়ে যাওয়া।
#
ঝিমঝিম ক্লান্তির বিকেল বড়ো আগেই আসে
বৈঠকখানা জুড়ে আঁধার জমে খেলা জমেনা।
স্বরগুলো জাফরির ফাঁক দিয়ে উড়ে যায়……
কৈশোরে লেগেছে রং হেমন্ত
মোছে না লেগে থাকে দেয়ালে দেয়ালে
সময়ের দড়ি নাকি শক্তপোক্ত ভারি
তবে কেন বারে বারে খোলে
পালানোপাগলের মতো টেনে নিতে হয় !
#
হেমন্তের ধানখেত ছোটো হয়ে গ্যাছে
কোলাহলে ঢেকে আছে রোদ
বাঁশপাতা পাখি আর ওড়ে না হলুদগাঁদার কুঁড়ি
ঠোকরায় আবরণ
হাঁসের শিশুর মতো।
দলছুট প্রজাপতি দুএকটা ওড়ে
গোধূলি ভুলেছে আলাপ
কুয়াশার সিঁড়ি ভেঙে পাহাড় জেগেছে
নদীটি ঘুমিয়ে থাকে বিচিত্রময়াল।
#
দুঃখগুলো জমে আছে বিকেলের রোদে
উড়ে যায় দিনগুলি…… ক্ষণগুলি…… সব
শরবন তীক্ষ্ণ সবুজ নিয়ে জাগে
হিম ঝরে জোনাকির গাছে……
পূরক রেচক শেষে কুম্ভকে আসি
তখন ফুটেই ছিলো পদ্মের সহস্রদল
অথচ কাছেই মানসকৈলাস
বরফের খাঁজে খাঁজে ব্রহ্মকমল
মৌনি শিবের মুখ পাবো তাই পুষ্পপত্রে
চোখ পেতে রাখা…..
#
অদ্ভুত সাহেবিমুখ মৃদু হাসে
বলে,আমিতো মহাদেব নই,আমি তোমার
আজন্মের বাসনাবিলাস ঘুমিয়েছিলুম
মনের ভিতর।
তুমি আনমনে ডেকেছো আমায়।
আমি দানব মানব দেব সব হতে পারি
তুমি চাইবে যেমন।
আমি স্থিরনেত্র হই অচেনা শিহরন
পোড়ায় আমায়।
হঠাৎ কেন্দ্রাতিগ বল ঘোরায় দিশা
শরীর মন অজানা সূর্যের দেশ
পাক খায় পাক খায়
বেহদিশ গতি……..
চিৎকারের শব্দবিন্দু কুড়িয়ে নেয়
শ্মশান বন্ধু যত কঠিন হৃদয়……
#
আমি কীসে লুপ্ত হই বুঝিনা
কলা নাকি কোশ যৌগ মৌল…….
বায়ু না আগুন জল
কিছুই বুঝিনা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..