ঝরা পাতা

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
ঝরা পাতা

 

চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস,
বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার,
অজান্তে নীরবতা তোমার স্পর্শে জাগ্রত।
দুচোখ আচ্ছন্ন হৃদয়ে সুপ্ত স্পন্দন,
একাকিত্বের যন্ত্রণায় চারদেয়ালে দীর্ঘশ্বাস।
অদৃষ্টের পরিহাসে জীবনের কর্মফল,
দুমুঠো অন্নের হাহাকারে জঠরে কামড়,
একমুঠো সুখের প্রত্যাশায় তীর্থের কাক।
চক্ষু লজ্জায় মনে নেই ভয়ের ছাপ-
জীবনবোধের মুখোমুখি রঙের মায়াজাল,
নির্মম আকুতি আকাশ কুসুম কল্পনায়।
মিথ্যের বেড়াজালে নিরন্তর তবু নিঃশ্বাস,
পড়ন্ত বেলায় হিসেবের খাতায় শূণ্যতা মুখোমুখি বাস্তবতায় একাকীত্বের জলছাপ।
মনুষত্বের ভালোবাসায় নীলিমায় বিহঙ্গনা।
ঝরা পাতার ফাঁকে মর্মর ধ্বনি অবিরত,
অমানিশায় অশ্রুসজল চোখে হঠাৎ কাপুনি,
জোৎস্না আলোয় ছায়া লুকোচুরি মায়াজাল।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ