স্মৃতির আঙিনায়
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
ঝড় উঠুক না উঠুক আজ পহেলা বৈশাখ
চৈত্রের দাবদাহে দেশ ছারখার।
শুষ্ক নদী, জল নেই, মাঠ ফেটে চৌচির
চরাচরব্যাপী ক্রন্দন, চিৎকার
মৃত মানুষ, মৃত দেশ, পথের নিশানা নেই।
সবকিছু অতর্কিতে, বিস্তার করছে আধিপত্য
শক্তিমদে দিশেহারা, জনগণ নিমিত্তমাত্র।
ক্ষমতা, জঙ্গিশাসনত্রাসনই একমাত্র সত্য
অজস্র ফাটল আকাশে, ওজোনেও বহু স্তর
ধ্বংসের ভিতরে সমূহ ধ্বংস।
ঘরে-ঘরে পঙ্গু-অন্ধ-বধির
বাড়ছে অমৃতস্য পুত্রাঃ, বংশ
ঝড় উঠুক না উঠুক পোড়াদেশে পহেলা বৈশাখ,
তপ্তদিন ও রাত্রি-তমস্বিনী।
বর্ষবরণে শুনি হাহাকার
যন্ত্রণার শিখরে বিচিত্র রাগরাগিনী।
==========
১লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
(১৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ)
বার্লিন, জার্মানি।
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
দেখা হলে হবে দেখা হলে হবে নাহলে কি মনখারাপ হবে? আগের মতো? অপেক্ষাও মেঘ হত…..
পাষাণের প্রেম বিকট নিঃশব্দে নিপুণ সীমানা প্রাচীর তুলেছ বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনা গতিরোধ করো…..
মানা চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি নির্জনতায় ব্যাপ্ত করিডোর ছাদ জানত সঠিক পরিমিতি রাত জানত কখন…..