ঝড় উঠুক না উঠুক

দাউদ হায়দার
কবিতা
Bengali
ঝড় উঠুক না উঠুক

ঝড় উঠুক না উঠুক আজ পহেলা বৈশাখ
চৈত্রের দাবদাহে দেশ ছারখার।
শুষ্ক নদী, জল নেই, মাঠ ফেটে চৌচির
চরাচরব্যাপী ক্রন্দন, চিৎকার

মৃত মানুষ, মৃত দেশ, পথের নিশানা নেই।
সবকিছু অতর্কিতে, বিস্তার করছে আধিপত্য
শক্তিমদে দিশেহারা, জনগণ নিমিত্তমাত্র।
ক্ষমতা, জঙ্গিশাসনত্রাসনই একমাত্র সত্য

অজস্র ফাটল আকাশে, ওজোনেও বহু স্তর
ধ্বংসের ভিতরে সমূহ ধ্বংস।
ঘরে-ঘরে পঙ্গু-অন্ধ-বধির
বাড়ছে অমৃতস্য পুত্রাঃ, বংশ

ঝড় উঠুক না উঠুক পোড়াদেশে পহেলা বৈশাখ,
তপ্তদিন ও রাত্রি-তমস্বিনী।
বর্ষবরণে শুনি হাহাকার
যন্ত্রণার শিখরে বিচিত্র রাগরাগিনী।

==========

১লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
(১৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ)
বার্লিন, জার্মানি।

দাউদ হায়দার। বিপ্লবী কবি। জন্ম বাংলাদেশের পাবনা জেলায়। ইসলামি মৌলবাদীদের হুমকী ও সরকারের মামলার কারণে তাঁকে ১৯৭৪ সালে দেশত্যাগ করানো হয়। বর্তমানে তিনি জার্মানিতে নির্বাসিত। প্রকাশিত বই: কাব্যগ্রন্থ: 'জন্মই আমার আজন্ম পাপ', প্রথম প্রকাশঃ নভেম্বর, ১৯৭৩, প্রকাশকঃ প্রগতি প্রকাশনী, ঢাকা। প্রচ্ছদ শিল্পীঃ...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

শঙখচিল

শঙখচিল   অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..