শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
ঝড় উঠুক না উঠুক আজ পহেলা বৈশাখ
চৈত্রের দাবদাহে দেশ ছারখার।
শুষ্ক নদী, জল নেই, মাঠ ফেটে চৌচির
চরাচরব্যাপী ক্রন্দন, চিৎকার
মৃত মানুষ, মৃত দেশ, পথের নিশানা নেই।
সবকিছু অতর্কিতে, বিস্তার করছে আধিপত্য
শক্তিমদে দিশেহারা, জনগণ নিমিত্তমাত্র।
ক্ষমতা, জঙ্গিশাসনত্রাসনই একমাত্র সত্য
অজস্র ফাটল আকাশে, ওজোনেও বহু স্তর
ধ্বংসের ভিতরে সমূহ ধ্বংস।
ঘরে-ঘরে পঙ্গু-অন্ধ-বধির
বাড়ছে অমৃতস্য পুত্রাঃ, বংশ
ঝড় উঠুক না উঠুক পোড়াদেশে পহেলা বৈশাখ,
তপ্তদিন ও রাত্রি-তমস্বিনী।
বর্ষবরণে শুনি হাহাকার
যন্ত্রণার শিখরে বিচিত্র রাগরাগিনী।
==========
১লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
(১৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ)
বার্লিন, জার্মানি।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..