প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আমাদের পথটুকু বেঁকে গেছে
নিগ্রো বালকের উঠোনের দিকে
তোমার পলক এসে লাগে
ভিজে ওঠে ঘর আসবাব
সমস্ত জমানো নদী একদিন বানভাসি হবে ভেবে
ঢুকে পড়ে মৃতের গুহায়
নিশি তাকে হাহাকার মুখস্থ করায়।
দীর্ঘ অবসরের ক্লান্তি ভেঙে
মধ্যিখানে জ্বলতে থাকা আগুন
জড়িত অশ্বত্থ এবং
লতাগুল্মাদির নীচে
সভা বসেছে…
কলবরের অধিক সেই
পবিত্র স্থলে চিনে নেওয়া শত্রুর আলজিভ, জড়তা, ক্ষণভঙ্গুরতা ইত্যাদি
আমি সেই অদ্বিতীয় ভিক্ষুক
দীর্ঘদিন আর্তনাদে থাকার পর
আজ তার পুরস্কার স্বরূপ
মৃত্যু দণ্ড ঘোষিত হবে।
ছুঁচোল মেঘের রাজ্য
চকচকে তরোয়ালে হেঁটে যাচ্ছে নাবিক ও গৃহকর্তা
উঁচু হয়ে থাকা দ্বেষ, হিংসা, ক্রোধ
বধ্যবোধে ঝুলে থাকছে সমূহ সম্ভাবনা
টকটকে লাল সূর্য
ক্ষুধার্ত মানুষ এই গোধূলিতে
কমলালেবু ছাড়া কিছু ভাবতে পারছে না ।
ক্ষণভঙ্গুরতা ছাড়ো…
নিজেই চেবাতে শেখো নিজেরই লাশ
সেসব বনের পশু, তারা ভয়াবহ
অকৃত্রিম সমবেদনার ভারে নত…
ঠিক যেন মৃত্যুর আগেই জ্বলে ওঠে নিরীহ মেগাওয়াট।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..