যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কচি কলাপাতার উপর দিয়ে বাতাস ঘেষে আকাশ…
সোনালী ডানার রোদ ভেঙ্গে
মেঘ আস পদ্মফোটা দিগন্তের খালে,
অবাধে সাঁতরায় ডাহুকের পাল-
বেন্নাঘাসের ডগা,
নদীর মতো নারী,ছলছল উঁকিতে বয়ে যায় বৃষ্টি,জল।
কেবলি এই পথচলা…
সাহস সঞ্চিত নির্যাসে
অগ্রিম পথ খরচার ক্লান্ত টেনে তোলে
চরজাগা সবুজ বন-
ভূগোলের কপালে ইলোরার ভাঁজপড়া যাদুঘর
যেন উত্থানপর্বের কথা।
শহর ছেড়ে
শতায়ু সবুজের কাছে ফিরে গিয়েছিলাম।
পায়ে ঠাসা রোজ পিচের দলা বলল
হ্যালো-যুবক!একটু বসে যাও।
একটু দাঁড়িয়ে দেখো
এখানে সুন্দরম আকাশ,স্নিগ্ধা বাতাস
আর সবুজ ঘাসেরা চির তারুণ্যের সঙ্গীত শোনাবে।
আখের অজান্ত গুহায়
বেদনার কাব্যিক ব্যাকরণ,
ধ্রুপদী মনে হালিহালি ফুল হয়
জমিতে জেগে ওঠে বৃক্ষ-লতিকা,ফল হয়।
নোলক মার্কা শাদা বৃষ্টির ফোঁটা
আচমকা এসে খেলা করে।
ছুটে বেড়ায় মেষপাল,
ফড়িঙের নলখাগড়া বেড়ে ওঠে।শূন্য হাওয়ায়-
এখানে অসাধারণ হয়ে ওঠে সবাই।
আমি রাজি ছিলাম
বেদনার এক গল্পের ভেতর মানবিক গান শুনবার।
নিভৃতচারী হাড়ের ভেতর
কোমল কালি-জল
পূজা মেশানো নতুন কিম্বা প্রাক্তন কিছুর;
শস্যবৃহৎ দিগন্তে কাল-মহাকাল
তীব্র সম আঁচড়পাচড় মোকাবিলার আচ্ছন্নে,
ব্যাকরণ অন্ধকারের বুকডান খুঁড়ে
কোরাকর ঋতুরা উন্মুখের আবহসঙ্গীত
ঘন্টার পর ঘন্টা যেখানে রোজবাসি গান গায়।
তাঁর সিঁড়িতে জয়তু সিম্পনি
কেবলি ভূগোলের বৃত্তে রত্নময়ী শিল্পরাই!
ঘোর সন্ধ্যের ঝাপসা আলোয়
অচেনাজীবনের খাতা খুলে পড়ি
এখানে আর স্বচ্ছ আদর্শের কাছেটানা প্রেম নেই।
নদী নেই
পরিস্কার জল নেই
যেখানে ক্লান্তির মুখ ধোয়া অভিযান চলত;
ঘাস নেই
গল্প বুনে পবিত্র চুমুর প্রণয়ে
যেখানে বাদামের বিচি ছড়িয়ে যেতো
খুঁজতে খুঁজতে আঙ্গুলের ঠোঁটবাঁকায় তুলে দিতো
মুঠো শূন্যেয় সবুজের আল পথ-
নক্ষত্রখচিত সন্ধ্যারপাখি
মহুয়াসুরের বাতাস
চা চুমুর গন্ধ,বেগুনিভাজার তাতানো পোড়া এ্যাশ
আধুনিক বর্জুয়ায় মিশে যায়
সৌখিনতার নাগরিক
আগামীর ভ্রুকুচি আভিজাত্যের সম্মতিতে।
এখানে সে সুখের আনন্দ নেই…
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..