বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
আমি ভাসছি শূন্যে, অথবা জলে..
জলে, অথবা শূন্যে।
এ যাবৎ শ্যাওলা যাপনে —
সারি সারি ছোটো বড়,
প্রতিপক্ষ গুল্মের চোখ রাঙানিতে, কেটেছে বহুকাল….
কখনো ফিরেও দেখেনি চোখ,
আমারি জন্যে, শুধু আমারি জন্যে,ওই দূর আকাশের গায় – জোৎস্না মেখে চাঁদ… ছায়া ফেলে পদ্ম পাতায়।
মূক আর মুখ
আগলে রাখা দুখ,
মূক আর মুখ
চেরাপুঞ্জি বুক।
মূক আর মুখ
বৃষ্টি থামার পর!
মূক আর মুখ,
পুড়লো মায়াঘর।
মূক ও মুখ,
ধমকে দেওয়া চোখ…
মূক ও মুখ,
টানা তিনদিন শোক।
মূক আর মুখ,
“পিয়া ভোলো অভিমান”
মূক আর বুক,
আল্হাদে খান খান।
মূক আর মুখ,
ঘরের ভেতর ঘর…
মূক আর মুখ,
রইলো না আর পর।
কলাপাতা রঙ কটন টি-শার্ট,
বুক পকেটে নীল রঙা ঢেউ,
গায়ের পরে ছাতিম গন্ধ খুব চেনা কেউ…
কী বলি তারে, বন্ধু নাকি ‘সে’!
ভিজছে বেলা ভেজাচ্ছে শার্ট
টি এর আমেজে…
বাড়ছে বয়স হয়নি কথা যে!
ও হামরাজ সবজে টি-শার্ট, আমি তোমার কে?
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..