ফ্রেম
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..
এ পৃথিবী বিশাল এক ট্রানজিট সেন্টার,
এখানে আমি তো কেবলই আগন্তুক মাত্র।
সাঁওতালিয় সরলতায় কোনো পাহাড়েই–
আমার কোনো-ও একচ্ছত্র আধিপত্য নেই,
মফস্বলে নেই, শহরে, সমুদ্রে কোত্থাও নেই;
যেমনটি নেই কোনো-ও মানুষের উপর।
আধিকার নেই ঔদ্ধত্যের পর্দাটাও নেই।
নেই আদিবাসী বা বনবাসীর হাহাকার।
জীবন দেখা হয়নি তবে মানুষ দেখেছি
ভেতরে বাহিরে হাটে-ঘাটে মানুষ পড়েছি;
অনুবাদ,ভাবানুবাদও হয়েছে অনেক।
আমিত্বের অহম, স্বার্থের প্রলেপে সবাই —
মাদাম তুসো মিউজিয়ামে মোমের পুতুল।
এখন আর মানুষ পড়ি না; নিজেকে পড়ি–
কোনো ট্রানজিট সেন্টারে আগন্তুকের চোখে।
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..
বিজয়ের সব মুহূর্তেই… তার অধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রাতিগ বলের আসন; কেউকেউ বোরকায় রমনীয় সঙ্গানুসঙ্গের;…..
আমার প্রথম প্রেম কৃষ্ণচূড়া দ্বিতীয় প্রেম হলো ছাতিম। তুমি তবে আমার কী! তুমি যে আমার…..
এগুতে এগুতে দেখি ইচ্ছের বীজতলা অনাবাদী পড়ে আছে বয়সী প্রজাপতির কাছে কিছুই হয়নি জানা বিহ্বলতার…..