প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ধরো , অন্ধও একদিন অনুবাদ করলো চোখ
যে ঘুম নির্দেশ করলো, সার্কাসের মেয়ের অলৌকিক দড়ি বেয়ে
সে যেন শূন্যতায় পৌঁছে যাওয়া কসরত
আমি অন্ধের অধিক আজ শুনতে পাচ্ছি তিমির কান্না
অবিশ্বাস করে করে ভেঙ্গে যাচ্ছি , হে ভূমিপুত্র
বিষন্ন ঠোঁটের দূরত্ব আজ সাতহাজার মাইল।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..