শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
ধরো , অন্ধও একদিন অনুবাদ করলো চোখ
যে ঘুম নির্দেশ করলো, সার্কাসের মেয়ের অলৌকিক দড়ি বেয়ে
সে যেন শূন্যতায় পৌঁছে যাওয়া কসরত
আমি অন্ধের অধিক আজ শুনতে পাচ্ছি তিমির কান্না
অবিশ্বাস করে করে ভেঙ্গে যাচ্ছি , হে ভূমিপুত্র
বিষন্ন ঠোঁটের দূরত্ব আজ সাতহাজার মাইল।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..