ঠোঁটের দূরত্ব

কচি রেজা
কবিতা
Bengali
ঠোঁটের দূরত্ব

ধরো , অন্ধও একদিন অনুবাদ করলো চোখ

যে ঘুম নির্দেশ করলো,  সার্কাসের মেয়ের অলৌকিক দড়ি বেয়ে

সে যেন শূন্যতায় পৌঁছে যাওয়া কসরত

আমি অন্ধের অধিক আজ শুনতে পাচ্ছি তিমির কান্না

অবিশ্বাস করে করে ভেঙ্গে যাচ্ছি , হে ভূমিপুত্র

বিষন্ন ঠোঁটের দূরত্ব আজ সাতহাজার মাইল।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..