ডাক

কাকন রেজা
কবিতা
Bengali
ডাক

ডাক

তোমাকে গেঁথে ফেলি বড়শির নামে
নাকি গেঁথেছে হারপুন কোনো;
প্রতিদিন সমুদ্র সে ডাকে
তুমি কি আকর্ণ ডাক শোনো?
শোনো না তো, ঢেউয়ের ফোঁসফোঁস
যেন সাপেদের ফনা;
সফেদ বিষ ধরে রাখে এবং সম্মোহন
সবাই জানে, তুমি জানো না!
গ্রন্থ
অপঠিত গ্রন্থ তুমি, হয়নি কেনা
ঋণগ্রস্ত প্রেমিক, আছে বিরহের ধার দেনা;
জমেছে অনেক সুদ, সব দেয়া বাকি
দেউলিয়া এই কবিকে তুমি নেবে নাকি?
আশ্রয়
আশ্রয় কাকে বলে, বাড়ি কি তবে স্থিতি
কখনো সন্ন্যাস গৃহস্থেও হয়, পরিস্থিতি…।
ফিরিনি আজতক বাড়ি, দরোজার কাছে
ওপারে দাঁড়ানো নেই কেউ, এমন সংশয় আছে।
বাড়ি মূলত দরোজায়, দরোজা বাড়ি নয়
প্রবেশ মূলত প্রস্থান, আর সকল বরাভয়।

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..