ঢেউপুরাণ

নূপুর কান্তি দাশ
কবিতা
Bengali
ঢেউপুরাণ

তেরো নদী পার হয়ে
সাত সমুদ্রে নেমে
আপনমনে দুলতে
শুরু করেছিলো,
একটুও না থেমে
অতঃপর ফিসফিসিয়ে
ফিসফিসিয়ে চলেছে
কখনোবা হিসহিসিয়ে
আচমকা, অহমিকায়
কেশর ফুলিয়েছে;
যত এগিয়েছে
অহেতুক
লাফিয়ে লাফিয়ে
গর্জে উঠেছে শুধু,
প্রতিবারের মতো
পুরনো কথা ভেবে
আক্রোশে
অভিমানে
গুমরে উঠে
ফুলতে ফুলতে
ফুলতে ফুলতে
থইথই কথামালার
ফেনিল উচ্ছ্বাসে
একলাফে
প্রায় আকাশ ছুঁয়ে ফেলেই
সমস্ত বুদ্বুদসমেত
হুড়মুড় ক’রে
শেষমেশ
তোমার পায়ে
ভেঙে পড়েছে…

নূপুর কান্তি দাশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক। পরবর্তীতে নতুন দিল্লীস্থ জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন মলিকিউলার বায়োলজিতে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে গৱেষণা করছেন। বিশ্বাস করেন অনুভূতি ও স্বপ্নের সৎ অনুবাদই কবিতা। সমসাময়িক সব কবির লেখা তুমুল আগ্রহ নিয়ে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..