তন্দ্রার মরফিন

রুদ্র হক
কবিতা
Bengali
তন্দ্রার মরফিন

তন্দ্রার মরফিন

১.
আমি কি দিন দিন আইসবার্গ হয়ে যাচ্ছি?
আমি কি দিন দিন গৌতম বুদ্ধ হয়ে যাচ্ছি?

দুপুরের চেয়েও নির্জন হয়ে যাচ্ছি?
বন্ধ স্কুল? সোনালি ঘন্টা?
ঠান্ডা আলপিন?

তন্দ্রার মরফিন
শরীরে

দিন দিন
অসুখের স্বাদ ভুলে যাচ্ছি?

২.
আজও কবর ছাড়াই ঘুমুতে যাচ্ছি
খোলা আকাশের নিচে
এর চে’ নগ্নতা কিছুই হতে পারে না

 

স্মৃতি

আমি স্মৃতির দিকে ফিরে দেখেছি
ওখানে কিছু নেই
ডানে তাকিয়ে দেখেছি, শুধু ডান
বামে তাকিয়ে দেখেছি, শুধু বাম
সামনে এগুতেই দেখি পেছনে সরে যাচ্ছি
সামনে কিছু নেই
পেছনে তাকিয়ে দেখেছি
স্মৃতি কাঁদছে
মা উল বুনছেন
বাবা চোখে সুরমা পরছেন
আসলে কেউ নেই
আমি নেই
শূন্য

রুদ্র হক। কবি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..