দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
১.
আমি কি দিন দিন আইসবার্গ হয়ে যাচ্ছি?
আমি কি দিন দিন গৌতম বুদ্ধ হয়ে যাচ্ছি?
দুপুরের চেয়েও নির্জন হয়ে যাচ্ছি?
বন্ধ স্কুল? সোনালি ঘন্টা?
ঠান্ডা আলপিন?
তন্দ্রার মরফিন
শরীরে
দিন দিন
অসুখের স্বাদ ভুলে যাচ্ছি?
২.
আজও কবর ছাড়াই ঘুমুতে যাচ্ছি
খোলা আকাশের নিচে
এর চে’ নগ্নতা কিছুই হতে পারে না
আমি স্মৃতির দিকে ফিরে দেখেছি
ওখানে কিছু নেই
ডানে তাকিয়ে দেখেছি, শুধু ডান
বামে তাকিয়ে দেখেছি, শুধু বাম
সামনে এগুতেই দেখি পেছনে সরে যাচ্ছি
সামনে কিছু নেই
পেছনে তাকিয়ে দেখেছি
স্মৃতি কাঁদছে
মা উল বুনছেন
বাবা চোখে সুরমা পরছেন
আসলে কেউ নেই
আমি নেই
শূন্য
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..