শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বড়ো দেরি হয়ে গেল ।
গড়ানো হেমন্তের রাতে সর্বনাশের আলো
কখন জ্বলেছিল বুঝতেই পারিনি ।
ছলচাতুরির ঘেরাটোপে জাল হাতড়ে হাতড়ে
কখন বুড়িয়ে গেল জীবন কে জানে ?
বিপন্ন বোধ নিয়ে এখন শুধু তারাদের মিছিলে হাঁটি
চোখ রেখে নদীটার বুকে ।
আমি জানি সব কিছু
আমি বুঝি সব কিছু
তাই নিজেকে বাঁচাতে
এখনও আত্মহত্যা করিনি ।
ফুলফোটার শব্দ
যেদিন কানে বাজবে
সেদিনই মৌমাছির হুল খসবে
মানুষের মুখ থেকে ।
পরিযায়ী পাখিটার বুকে
মানুষের লোভের তির ।
ডানা ঝাপটে ঝাপটে
নিথর , নিষ্পন্দ ।
পালক সরছে রক্তকে পথ করে দিতে ।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..