প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বড়ো দেরি হয়ে গেল ।
গড়ানো হেমন্তের রাতে সর্বনাশের আলো
কখন জ্বলেছিল বুঝতেই পারিনি ।
ছলচাতুরির ঘেরাটোপে জাল হাতড়ে হাতড়ে
কখন বুড়িয়ে গেল জীবন কে জানে ?
বিপন্ন বোধ নিয়ে এখন শুধু তারাদের মিছিলে হাঁটি
চোখ রেখে নদীটার বুকে ।
আমি জানি সব কিছু
আমি বুঝি সব কিছু
তাই নিজেকে বাঁচাতে
এখনও আত্মহত্যা করিনি ।
ফুলফোটার শব্দ
যেদিন কানে বাজবে
সেদিনই মৌমাছির হুল খসবে
মানুষের মুখ থেকে ।
পরিযায়ী পাখিটার বুকে
মানুষের লোভের তির ।
ডানা ঝাপটে ঝাপটে
নিথর , নিষ্পন্দ ।
পালক সরছে রক্তকে পথ করে দিতে ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..