আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
বড়ো দেরি হয়ে গেল ।
গড়ানো হেমন্তের রাতে সর্বনাশের আলো
কখন জ্বলেছিল বুঝতেই পারিনি ।
ছলচাতুরির ঘেরাটোপে জাল হাতড়ে হাতড়ে
কখন বুড়িয়ে গেল জীবন কে জানে ?
বিপন্ন বোধ নিয়ে এখন শুধু তারাদের মিছিলে হাঁটি
চোখ রেখে নদীটার বুকে ।
আমি জানি সব কিছু
আমি বুঝি সব কিছু
তাই নিজেকে বাঁচাতে
এখনও আত্মহত্যা করিনি ।
ফুলফোটার শব্দ
যেদিন কানে বাজবে
সেদিনই মৌমাছির হুল খসবে
মানুষের মুখ থেকে ।
পরিযায়ী পাখিটার বুকে
মানুষের লোভের তির ।
ডানা ঝাপটে ঝাপটে
নিথর , নিষ্পন্দ ।
পালক সরছে রক্তকে পথ করে দিতে ।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..