তরমুজ

ফিরোজ শাহ
কবিতা
Bengali
তরমুজ

বাসরঘর

বিয়েবাড়ি। চারদিকে বিমর্ষ চোখ

সাদা শাড়ি পরে
কনে চলে যাচ্ছে স্বামীর কাছে

খাঁজকাটা বাসরঘরে।

তরমুজ

ট্রাকভর্তি তরমুজ

শহরে
বাজারজাত হচ্ছে মাটির লাল কষ্ট।

কাঁকড়া

রোদের কাছে লাল রঙ হারিয়ে

সমুদ্রে নেমে

লাল কাঁকড়া
ঘুরিয়ে দিচ্ছে জলঘড়ির কাঁটা।

 

সংসার

গ্যাসের চুলায় দুধ গরম হচ্ছে

কিছুক্ষণ পর
গিয়ে দেখি

পাতিল নিজেই সব দুধ খেয়ে বসে আছে।

 

স্প্রে

মশাদের স্প্রে করলে

ঘরময় পড়ে থাকে সন্ধ্যার লাশ

রাতের খোঁজে
দিনের টেলকম পাউডার থেকে বেরিয়ে আসা গুইসাপ

খেয়ে ফেলে মৃত সন্ধ্যা।

মুড়ি

চোখের ভেতরে

একটা শাদা মুড়ি ঢুকলো
সব জল খেয়ে

উড়ে গেল পাখিদের সাথে।

ফুর্তি

চৈত্রের উঠোনে

ঠাসা স্তন ঝুলিয়ে দৌড়াদৌড়ি করে আমগাছ
বোটাই হাত রেখে

মাদুরের মত

রাত বিছিয়ে শুয়ে থাকে বাদুড়।

 

আয়ুষ্কাল

খেলনাঘর থেকে

হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি রাস্তা

আমার হাতে দড়িতে বাঁধা
নারকেলের গোদায় বানানো মহিষ

ঘাসের মত চিবিয়ে খাচ্ছে সেই রাস্তাকে।

ফিরোজ শাহ। কবি। জন্ম বাংলাদেশের সুবর্ণচর, নোয়াখালী।  প্রকাশিত বই: 'উজানে সোনালি মাছ' (কাব্যগ্রন্থ, ২০১৭),  'ব্ল্যাকবোর্ডে নুনগাছ' (কাব্যগ্রন্থ, ২০২০)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ