তাগাদা

রোমান জাহান
কবিতা
Bengali
তাগাদা
সুহৃদের সমাধি ফলক
কখন যে দিনের শরীরে
সন্ধ্যার দাগ লেগে যায়-
জানতেই পারে না,
নীলিমার জানালায়
বয়সী ঈগলের পরিণতি-
রাত ও অন্ধকারের বসতি
জোছনার ফটোগ্রাফ ছিঁড়ে
দীর্ঘশ্বাসে বয়ে যায়,
বিহ্বলতার গ্রীবায়
চাদ্দিকে পূর্ব-পরিচয় খুজে
কায়ক্লেশের দহন গুজে
পাতাময় বৃক্ষ থেকে
চেয়ে থাকে অপলক
দেখে
ক্রুদ্ধ পাতাদের বিবাদ
আর সুহৃদের সমাধি ফলক
তাগাদা
এখানে কেউ চেনা নেই
পরিচয়-ভর্তি সেই
স্বজনের ব্যাগ
কোথায় পড়ে গেছে
টকটকে বৃক্ষ নাকি
আবছা ঘাসে
তাকিয়ে দেখে
নির্বাক ভেন্টিলেটরে
মৃত্যু ক্রমাগত তাগাদা দিচ্ছে
জীবনে প্রবেশাধিকারে
আয়ু 
স্বপ্নের বয়স জুড়ে
যে অপেক্ষায় নেই
তাকেই জড়িয়ে রাখে
জীবনের আয়ু জুড়ে।

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..