প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কিছু ভাষা সময়কে কেড়ে নিচ্ছে।
তুমি পুরনো পুঁথি খুলে নিলে
পুঁথির পাতা ধরে কত দূর না হেঁটে গেছো।
ওদের হাঁটার কথাও তুমি লিখেছ
আর এই ভাবে আরও সম্ভাবনারা জন্ম নিচ্ছিল।
বীজপুঁই থেকে একটা ব্যতিক্রমী গাছ বেরিয়ে এলো
ব্যাতিক্ৰমী বলে সে মূল্যবান।
শেয়াল কাঁটার বনে তুমি অনধিকার ঢুকে প্রহর প্রহর ডেকে উঠলে
শ্রেণী বিভেদ ভুলতে তুমি গায়ে একটা কালো শার্ট ঝুলিয়ে নিলে
গরুর মাংস খেয়ে নিয়ে দেখলে তুমি একটুও পাল্টায়নি !
গোলাপের কাঁটায় তোমার যখন রক্তপাত হল
তুমি বুঝতে পারেনি যে সে লাল গোলাপেরই রঙ ছিল।
কিছুটা ঘ্রাণ নিয়ে তুমি
জাগ্রত হয়ে উঠলে
এক মুঠো আঁধার ধরে নিলে
আর তুমি উন্মত্ত হয়ে মাটিতে নেমে এলে
যেখানে শ্মশান ও জন্মভূমি একই জাগায় ঠেকে আছে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..