বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
কিছু ভাষা সময়কে কেড়ে নিচ্ছে।
তুমি পুরনো পুঁথি খুলে নিলে
পুঁথির পাতা ধরে কত দূর না হেঁটে গেছো।
ওদের হাঁটার কথাও তুমি লিখেছ
আর এই ভাবে আরও সম্ভাবনারা জন্ম নিচ্ছিল।
বীজপুঁই থেকে একটা ব্যতিক্রমী গাছ বেরিয়ে এলো
ব্যাতিক্ৰমী বলে সে মূল্যবান।
শেয়াল কাঁটার বনে তুমি অনধিকার ঢুকে প্রহর প্রহর ডেকে উঠলে
শ্রেণী বিভেদ ভুলতে তুমি গায়ে একটা কালো শার্ট ঝুলিয়ে নিলে
গরুর মাংস খেয়ে নিয়ে দেখলে তুমি একটুও পাল্টায়নি !
গোলাপের কাঁটায় তোমার যখন রক্তপাত হল
তুমি বুঝতে পারেনি যে সে লাল গোলাপেরই রঙ ছিল।
কিছুটা ঘ্রাণ নিয়ে তুমি
জাগ্রত হয়ে উঠলে
এক মুঠো আঁধার ধরে নিলে
আর তুমি উন্মত্ত হয়ে মাটিতে নেমে এলে
যেখানে শ্মশান ও জন্মভূমি একই জাগায় ঠেকে আছে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..