প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অবাস্তব
ভাবনা গুলো আমায় কেন
জটিল করে ভাবতে শেখায়?
একের সাথে এক জুড়ে যায়
পরিস্থিতির আগাম রেখায়?
হাজার মাইল টহল দিয়ে
খ্যাপায় খোঁজে পরশ পাথর
আজ নিজেকে আগলে নিয়ে
রোদ দুপুরে বর্ষা- কাতর
দ্বন্দ ছিল, বন্ধ ঘরে –
বাড়তে থাকে জটিলতা
সমীকরণ খুব সোজা নয়
ত্রি -মাত্রিক আলোক লতা
যতই এগোই আলোর নেশায়
অন্ধকারটা সঙ্গে হাঁটে
ফ্রিকোয়েন্সি বদলে গেলে
দেখা হবে চাঁদের হাটে !
তিনটে মুখোশ
একটা মানুষ তিনটে মুখোশ
কোনটা ছেড়ে কোনটা দেখি?
আসল নকল সব মিশে যায় ,
ভালোর সাথে হাটছে মেকি!
সত্যি ছিল ঘুড়ির লড়াই
মাঞ্জা কাঁচের , খেলার ছুতো
ঝগড়া হতো তুমুল তখন
ছিড়তো সুতো, জুড়তো সুতো
এখন কেন আর পারি না
মাঞ্জাতে হাত কাটলে পরে
কোথায় লাগে তাও বুঝি না
বুকের মাঝে রক্ত ঝরে
আকাশ জুড়ে একলা লাটাই
জিতবো ভাবি সব ম্যাচে
ভোকাট্টা নয়, বিষ ছুড়ে দি
কথায় কথায় মারপ্যাঁচে
সত্যি কে আজ হারলো বলো
জেতার পরে একলা হাঁটি
অমৃত আজ নাই বা পেলাম
আয় রেখেদি বিষের বাটি !
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..