শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বৃষ্টি নামুক ভীষণ জোরে-
– তেপান্তরে-আকাশ মাঠে
জলের তোড়ে ভাসবে কথা
একলা ভিজে তিস্তা হবো।
কোথায় রে তুই -শাপলা-শামুক-
মেখ ভাঙ্গানো এই বিকেলে?
তোর্ কথাতে দাঁড়িয়ে আছি
ভিজতে একা কষ্ট মেলে!
বার – দুয়ারে, চিলে -কোঠায়
ঝামঝামিয়ে পদ্য নামে-
নামলে কথা থৈ পাব না
বলব কাকে ?ডাইনে বামে?
আসতে বিকেল সন্ধে হলো
মেঘ ভেজা হাত কোথায় পাব?
তোর্ কাছে আর আসব নাকো –
একলা ভিজে তিস্তা হবো।
তোর্ কাছে যে ইচ্ছে ডানা –
– যখন তখন উড়তে পেলি-
সাত সমুদ্র -তেরো নদী –
– রাজপুত্তুর খুঁজতে এলি?
তোর্ ছেলেটা সুবোধ বালক –
– ছু-কিত্ -কিত্ খেলতে জানে?
ওর কাছে তর ঠোঁটের গরম
-বেহিসাবী – লাগাম মানে?
তবু তো তোর্ ঠোঁট ছিল লাল-
-উড়তে গেলি আকাশ-নীলে
ভয় দেখালি? ডুবতে কি ভয়?
– ওই তো মরণ অগাধ ঝিলে!
মরণ কি আর মানায় আমায়?
-যখন তখন মনখারাপে?
ডুবতে গেলে সাহস লাগে!
-ভাবনাগুলো প্রবল চাপে!
তাই…
মনের মাঝে তোর্ ছবিটাই-
–সাঁঝ সকালে লুকিয়ে রাখি
বাউল বাতাস বুক ভরে নিই –
-টাপুর-টুপুর বৃষ্টি মাখি !
জানি রে তুই পেখম মেলিস!
-শেষ রাতে তুই দুষ্টু ভারি –
যখন তখন মাতলামি মন-
-তোর্ হাতটা ধরতে পারি?
তোর্ বাড়িটা মনের কাছে!
-আমি তো এক ছন্ন -ছাড়া
উড়তে দিবি প্রগলভতায়?
-আসছি আমি , একটু দাঁড়া!
প্রেম তো হারায় -প্রেম তো রাঙ্গায় –
-আধেক জানি হাফ অজানা –
তোর্ সঙ্গে থাকতে দিবি?
-তোর্ কাছে যে ইচ্ছে ডানা!
তুমি কি এত আমার কথা ভাবো?
— আমি কেন পুরোনো শালবনে?
কথায়-কথায় মাথায় ট্রাফিক জ্যাম-
— হলুদ টিকিট দিন-মাস-সাল গোনে?
কে নেবে এই ভরা আবর্জনা?
— এগুলো কি রিসাইকেলে যাবে?
আমি তো তো জানি জীবন একমুখী!
— সেয়ানা জীবন ফিরতে রাজী হবে?
যাদের সঙ্গে নিত্য ওঠা-বসা –
—তারা নেহাত নিপাট ভদ্রলোক !
তোমার মত বেহিসাবী খেলায়-
—আর কে রাজী? তোমার সঙ্গী হোক!
এরপর রাত বাড়লে পরে আরও-
—ঘুম চোখেতে সবই সমান লাগে-
তুমি অদ্য তোমার মতই আছ-
আমার অতীত আমার সঙ্গে জাগে!
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..