দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
“প্রার্থনা”
অনুতাপের আগে
আছে পাপ,
এরও আগে কর্ম।
আমাকে প্রহার করো দোষী ভেবে।
আমাকে এড়িয়ে যাও দূত ভেবে।
অতঃপর-
ক্ষমা করো
আমি যা করেছি তার জন্য।
ক্ষমা করো
আমি যা করিনি তার জন্য।
“শূন্য”
এই ইউনিভার্সে
তুমি
ঝিঁঝিঁ পোকার একবার জ্বলে নিভে যাওয়া আলোটুকু ছাড়া
কিচ্ছু নও।
বোধের আগুনে ধুয়ে নাও চোখ।
অন্যের বিছানা থাক অগোছালো
উপভোগ করো নিজের শরীরে ঘ্রাণের সঙ্গম।
ছুঁড়ে ফেলো হিপোক্রেসি, বাসী কমলার মতো।
মহাজাগতিক আলোকবর্ষে
তুমি
ন্যানোসেকেন্ড।
বেঁচে থাকো যতক্ষণ শুভ্র, ঝরা বকুল।
নিজের আগাছা পরিষ্কার করো,
আগে।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..