প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
“প্রার্থনা”
অনুতাপের আগে
আছে পাপ,
এরও আগে কর্ম।
আমাকে প্রহার করো দোষী ভেবে।
আমাকে এড়িয়ে যাও দূত ভেবে।
অতঃপর-
ক্ষমা করো
আমি যা করেছি তার জন্য।
ক্ষমা করো
আমি যা করিনি তার জন্য।
“শূন্য”
এই ইউনিভার্সে
তুমি
ঝিঁঝিঁ পোকার একবার জ্বলে নিভে যাওয়া আলোটুকু ছাড়া
কিচ্ছু নও।
বোধের আগুনে ধুয়ে নাও চোখ।
অন্যের বিছানা থাক অগোছালো
উপভোগ করো নিজের শরীরে ঘ্রাণের সঙ্গম।
ছুঁড়ে ফেলো হিপোক্রেসি, বাসী কমলার মতো।
মহাজাগতিক আলোকবর্ষে
তুমি
ন্যানোসেকেন্ড।
বেঁচে থাকো যতক্ষণ শুভ্র, ঝরা বকুল।
নিজের আগাছা পরিষ্কার করো,
আগে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..