প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ঢেউ ভাঙতে ভাঙতে এগোলাম
এখানে কুয়াশা আর বন্দর যেন নিস্তব্ধ
নোঙর তুলে নিচ্ছে পরিযায়ী পাখি
আকাশে জানুয়ারি ফেব্রুয়ারির মেঘ
উপত্যকা জুড়ে জলোচ্ছ্বাস ঢেউয়ের মাতম
দূরের পাহাড়।। জেলে ডিঙি সব অপসৃয়মান কুয়াশায় তবুও দৃশ্যমান
আমি তোমাকে বলতে চাইছিলাম
আমার ডানায় ডানা রাখো এই উষ্ণতা চিরস্থায়ী হোক
দ্বিতীয় বর্ষা এলো
নাজুক হাতের উপর মেহেন্দির কারুকাজ
কোথাও গর্জে উঠছে ইয়াস
বর্ষা এলো
লেবুর গন্ধময় বর্ষা
আমাদের প্রিয় ঋতু
আমাদের দ্বিতীয় বর্ষা
তুমি যদি রোদে ভিজতে চাও
পাহারা বাড়াও
গ্রাম আর নদীর কিনার
চেনা হয়ে গেছে।সদ্য পারাপার
পায়েতে শিশির মেখে নিয়ে
হাঁটো। যতটা আসতে পারো গিয়ে
এসময় ভীষণ চঞ্চল
উতরোল ঢেউ আর জল
তুমি মাখো চোখে মুখে রোদ
দখিনা বাতাস এসে বাজায় সরোদ
জলছবি আঁকছে কেউ
ভিজেছে আঙুল
সদ্য শিখেছে স্নান
টিয়াপাখি। ভিজেছে তুমুল
অথবা সে বন্ধুদের সাথে
চলে গেছে দূরে কোনো গ্রামে
শহর রেখেছে মনে
টিয়াপাখি। স্রোত এসে থামে
আনন্দ পেয়েছে তারা
পেয়েছে বয়সের স্বাদ
দুজনে ভিজেছে তারা নীলজলে
ভেসে গেছে প্রাচীন প্রবাদ
দূরে ভোর হচ্ছে
নীল রঙের ভোর
আমার ঘুম আসছে না
দ্বিতীয় বর্ষা এলো বলে
দূরে কোথাও ভেসে যাচ্ছে
সমস্ত দুঃখের পসরা
যুবকের নীল রঙের ভোর
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..