বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
সূর্যসেন
সূর্যের চেয়ে মহান যার বিরাট প্রাণ
স্বদেশ স্বাধীনতায়
রক্তের ঘোর বন্যায়
শিরার সুড়ঙ্গে বারুদ পোষেন
সে কালের কালু, সে সূর্যসেন।
শোষণ শৃঙ্খল নির্যাতন গরল
গুঁড়িয়ে সে মহাবীর
হিমালয় অচল স্থির
যমের সাথে সতত কুস্তি লড়েছেন
সে সূর্যকুমার সেন, সে সূর্যসেন।
মুক্তির রাস্তায় স্বপ্নের মদিরায়
দ্রোহী স্বভাবে
বুলেটের জবাবে
দখলদারের প্রাণপাখি কেড়েছেন
সে মাস্টারদা, সে সূর্যসেন।
তোমাকে আলিঙ্গন করে
তোমাকে আলিঙ্গন করে- রোদ রূপসী, ছায়ার সঙ্গমে
বৃষ্টির বিলাসিতা, দজ্জাল দাবদাহে
তোমকে আলিঙ্গন করে- সৌরভ সরোবর, ফুলের; ঝড়ো রাতে
ক্ষুধিত খরায়, সমভূমির সবুজ বিপ্লব
তোমাকে আলিঙ্গন করে- উদার আকাশ, পচানালার সংকীর্ণতায়
শ্বাসরুদ্ধ পরিবেশে, মাস্তানি মলয়ের
তোমাকে আলিঙ্গন করে- রঙের আড়ং রংধনু, ধোঁয়া-ধূসরতায়
সবুজ সালোয়ার পরা পাতাদের হাসি
তোমাকে আলিঙ্গন করে- উড়ু উড়ু প্রজাপতি, স্থবির সময়ে
দুর্ভাবনার দরজায়, মেঘের মাদকতা
তোমাকে আলিঙ্গন করে- ঢেউয়ের মাতলামী, ভোরের ডাক
মৃত্যু উপত্যকায় রেণুদের আড়মোড়া
তোমাকে আলিঙ্গন করে- স্বপ্ন সুন্দর, প্রেমার্দ্র বাতিঘর; মননের
তোমার কিসের ডর, কাকে পরোয়া?
গ. শুভেচ্ছা, স্বাগতম
শুভেচ্ছা, স্বাগতম হাজার কণ্ঠে হরদম
ফুটছে এবং ফাটছে
শহর থরথর কাঁপছে
আছড়ে যেন পড়ছে পারমাণবিক বোম।
জনাতঙ্ক, শব্দসন্ত্রাস অসভ্যতার গ্রাস
বাঙালি পাড়ায় পাড়ায়
অলিগলি, চৌরাস্তায়
আত্মসম্মান জলাঞ্জলির চলছে চাষবাস।
বিরোধীদের গুঁতাগুঁতি ধাক্কাধাক্কি, হাতাহাতি
দেশপ্রেমের দাবানলে
দলকানারা দলে দলে
হিংসা এবং হিংস্রতায় করছে মাতামাতি।
হায়! দেশপ্রেম প্রদর্শনের গ্রেট গেইম
ফুলে উঠার ধান্ধায়
যমজে রক্ত ঝরায়
পরবাসে শান্তিপ্রিয় বাঙালিদের শেইম।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..