নদী যেখানে
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
প্রশংসা বিষয়ক
( তাকে …
এ শব্দগুচ্ছ যার কাছে প্রশংসা মাগে)
শুধু তার প্রশংসায় গলে যাই বরফ কঠিন
আকাশ কখনো সে মেঘের মাঝে হয় লীন।
২
তুলো নয় মেঘের মতন তার প্রশংসায় উড়ি
না হলে আকাশ আপনের সুতো কাটা ঘুড়ি।
৩
শব্দগুচ্ছ বন্দনা হয় না জানি, তবু প্রশংসা চায়
শ্রমিক থেকে প্রেমিক হয়ে উঠি তার অভিধায়।
তোমাকে ভেবেছি ভোর
তোমাকে ভেবেছি ভোর উদ্ভিন্ন রোদের দিনে
উৎসুক পরাগায়ন পাখিরা যেভাবে চিনে
২
তুমি কি ভোর, উঠেছো পাখির শিসে
জানি তো, ভালোবাসো বলেই বিষ কেটে যায় বিষে
৩
আবহাওয়া বার্তা জানিয়েছে মরাকটালের টান
উল্টো দিকে সে মন্দ্রবাতাস স্বয়ং ভোরের গান
নোয়াবো না মাথা
মরে যাবো নোয়াবো না মাথা
না কর ফিকর, কিচ্ছু যাবে না অযথা
অহংকার নয় দিব্যি ধরে রাখি
পরিযায়ী নই কোনো উড়ে যাওয়া পাখি
ফিরে ফিরে আসি ইতিহাস পাঠে
আকাশ ফুঁড়েছে ভোর পূবের তল্লাটে
না কর ফিকর, নোয়াবো না মাথা
চাণক্য কৌশল যাবে সকলই অযথা
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে! ঝড় এসেছে, ঝড় আসছে- ঝড়! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে…..
মাধুকরী জানলা দিয়ে ভিক্ষুকের মতো চাঁদ উঁকি দেয় রমণীর শরীরী হরফে। রাত্রির নগ্ন পেয়ালায় মহুয়া…..
উনি আমাদের গেরামকেএলেন, আমাদের দাওয়ায় বসলেন, আমার ঘরে দাওয়াত খেলেন। যাবার আগে, আমার ল্যাংটা, নাকে…..