প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
তোমার অবস্থানটি অন্ধকার
আকাশে কালপুরুষের মত
কোন চলাচল নেই
মেলামেশায় গা ঘেঁসাঘেঁসি নেই
দুটি রেল স্টেশন যেভাবে
লম্বা লাইনে দিয়ে জোড়া
দুরত্বের সুচক বজায় রেখে
জুড়ে থাকো কোথাও
তুমুল চাহিদার বিনিময়ে
২.
সৌজন্যের
হাসি ছড়িয়ে তুমি
নেমে আসছ
চোখাচোখি হতেই
আলোয় ভরে গেল
চারপাশ
তুমি টেরই পেলে না
সেখানে নিমেষেই
কত উৎসব হল
৩.
অনেক দূর থেকে
ভিড়ের উৎসবে
তোমার বাড়িয়ে দেওয়া
স্পর্শ টের পাচ্ছি
আর খোলা দরজা দিয়ে
ঢুকে পড়ছে কিছু পরিযায়ী কথা
আর রঙচঙে ক্লাউন
৪.
তোমার না দেখার ভান
পাশ দিয়ে চলে যাওয়ার
আলোড়নের ঝড়
আবর্তিত হতে হতে আবর্তনের
কেন্দ্র হয়ে উঠছি
পরিধিরেখা চাঁপা ফুলে
সেজে উঠছে
৫.
সমস্ত ঝড় বিদ্যুৎ নিয়ে
উপত্যকা সেজে উঠলে
মেঘ সরিয়ে একমুঠো রোদ্দুর
ছড়িয়ে দিলে কেমন
সমস্ত প্রশ্নচিহ্নগুলি ধীরে ধীরে
হলুদ গোলাপের ভূমিকা
হয়ে উঠল
৬.
ঘুম আসা না আসার মাঝে
তোমার আসা যাওয়ায়
বিঘৎ দূরত্ব ছোঁয়া ঘের
জোনাকি রঙে সেজে ওঠা
নিশুতির ডাক
অবয়বের ঘনত্ব ভাঙে
যখন চমকে দুচোখ মেলি
শুধু গন্ধটুকু ফেলে গেছো
আভাসে ইঙ্গিতে
৭.
রোদের ডানার আদরে
যে আলোর সকাল সেখানে
ফুলের নরম বিন্যাস
ছেয়ে থাকা ছায়ায়
গভীরের কোন অসুখ
রয়ে গেল শোকছিন্ন পাতায়
অবশিষ্ট বেঁচে ওঠাগুলি
নিবিড় প্রশ্রয়ে তোমার
সব শব্দসাজ খুলে রেখে
কিছু জুড়োনো সকালের কথা
কিছু রাত্রিগন্ধে ডুবে থাকা ঘোর
শান্ত হয়ে রইল সব গায়ে গায়ে
৮.
উপসংহারে না হয়
একগোছা সাদা রজনীগন্ধা থাক
শুরু ও শেষের দ্যোতনায়
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..