আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
পাতায় পাতায়
কুয়াশার ধুম্রজাল
অনেক দেখেছি।
সফেদ ফুলের পাপড়ি থেকে
কণা জলের পড়ে যাওয়া
অনেক দেখেছি।
অনেক দেখেছি আমি
রৌদ্রতাপদহন,
পিঠাপুলির থালি,
অতিথিপাখির মেলা;
রিক্ততার সুর,
লেপ-কাঁথার আকুতি।
আজ তুষারপাত হোক!
পুরো পৃথিবীর রঙ এক হয়ে যাক!
হোক সেটা দিমিতের ক্ষোভ!
ফুল-ফল নাইবা থাকল আজ,
পাতাঝরা ডালে থাকুক শুভ্রতা!
বরফশীতল হৃদয়ে তুষার পড়ুক
প্রকৃতির একাত্মতায়!
ঈশ্বরে মুগ্ধ আমি,
সৃষ্টি আর অবিনশ্বরতায়;
বৃষ্টি, মেঘ, রোদ, পাখি সব ওই আকাশে!
আজ একটু তুষার পড়ুক,
জানালার কাঁচে দেখি,
উত্তরের দরজা খোলা,
ফসিল করে রাখি,
বরফশীতল হৃদয়ে;
তুষারকণা!
তোমার- আমার শীতকাব্য।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..