তোমার আমার শীতকাব্য

মাহমুদা কে. শিকদার
কবিতা
Bengali
তোমার আমার শীতকাব্য

পাতায় পাতায়
কুয়াশার ধুম্রজাল
অনেক দেখেছি।
সফেদ ফুলের পাপড়ি থেকে
কণা জলের পড়ে যাওয়া
অনেক দেখেছি।
অনেক দেখেছি আমি
রৌদ্রতাপদহন,
পিঠাপুলির থালি,
অতিথিপাখির মেলা;
রিক্ততার সুর,
লেপ-কাঁথার আকুতি।
আজ তুষারপাত হোক!
পুরো পৃথিবীর রঙ এক হয়ে যাক!
হোক সেটা দিমিতের ক্ষোভ!
ফুল-ফল নাইবা থাকল আজ,
পাতাঝরা ডালে থাকুক শুভ্রতা!
বরফশীতল হৃদয়ে তুষার পড়ুক
প্রকৃতির একাত্মতায়!
ঈশ্বরে মুগ্ধ আমি,
সৃষ্টি আর অবিনশ্বরতায়;
বৃষ্টি, মেঘ, রোদ, পাখি সব ওই আকাশে!
আজ একটু তুষার পড়ুক,
জানালার কাঁচে দেখি,
উত্তরের দরজা খোলা,
ফসিল করে রাখি,
বরফশীতল হৃদয়ে;
তুষারকণা!
তোমার- আমার শীতকাব্য।

মাহমুদা কে. শিকদার। খুকু নামেই সর্বাধিক পরিচিত।  আটাশির বন্যায় যশোরে জন্ম।  শৈশব- কৈশোর সেখানেই। ২০০৬ সাল থেকে ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া শেষে সেখানেই প্রশিক্ষণরত। মা- বাবার সবচে ছোট সন্তান। ইবনে বতুতার মতো সারাদুনিয়া ভ্রমণের শখ। অনুভব  প্রকাশের জন্য তিনি কবিতা লিখতে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..