প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পাতায় পাতায়
কুয়াশার ধুম্রজাল
অনেক দেখেছি।
সফেদ ফুলের পাপড়ি থেকে
কণা জলের পড়ে যাওয়া
অনেক দেখেছি।
অনেক দেখেছি আমি
রৌদ্রতাপদহন,
পিঠাপুলির থালি,
অতিথিপাখির মেলা;
রিক্ততার সুর,
লেপ-কাঁথার আকুতি।
আজ তুষারপাত হোক!
পুরো পৃথিবীর রঙ এক হয়ে যাক!
হোক সেটা দিমিতের ক্ষোভ!
ফুল-ফল নাইবা থাকল আজ,
পাতাঝরা ডালে থাকুক শুভ্রতা!
বরফশীতল হৃদয়ে তুষার পড়ুক
প্রকৃতির একাত্মতায়!
ঈশ্বরে মুগ্ধ আমি,
সৃষ্টি আর অবিনশ্বরতায়;
বৃষ্টি, মেঘ, রোদ, পাখি সব ওই আকাশে!
আজ একটু তুষার পড়ুক,
জানালার কাঁচে দেখি,
উত্তরের দরজা খোলা,
ফসিল করে রাখি,
বরফশীতল হৃদয়ে;
তুষারকণা!
তোমার- আমার শীতকাব্য।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..