শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
পাতায় পাতায়
কুয়াশার ধুম্রজাল
অনেক দেখেছি।
সফেদ ফুলের পাপড়ি থেকে
কণা জলের পড়ে যাওয়া
অনেক দেখেছি।
অনেক দেখেছি আমি
রৌদ্রতাপদহন,
পিঠাপুলির থালি,
অতিথিপাখির মেলা;
রিক্ততার সুর,
লেপ-কাঁথার আকুতি।
আজ তুষারপাত হোক!
পুরো পৃথিবীর রঙ এক হয়ে যাক!
হোক সেটা দিমিতের ক্ষোভ!
ফুল-ফল নাইবা থাকল আজ,
পাতাঝরা ডালে থাকুক শুভ্রতা!
বরফশীতল হৃদয়ে তুষার পড়ুক
প্রকৃতির একাত্মতায়!
ঈশ্বরে মুগ্ধ আমি,
সৃষ্টি আর অবিনশ্বরতায়;
বৃষ্টি, মেঘ, রোদ, পাখি সব ওই আকাশে!
আজ একটু তুষার পড়ুক,
জানালার কাঁচে দেখি,
উত্তরের দরজা খোলা,
ফসিল করে রাখি,
বরফশীতল হৃদয়ে;
তুষারকণা!
তোমার- আমার শীতকাব্য।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..