যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
পাতায় পাতায়
কুয়াশার ধুম্রজাল
অনেক দেখেছি।
সফেদ ফুলের পাপড়ি থেকে
কণা জলের পড়ে যাওয়া
অনেক দেখেছি।
অনেক দেখেছি আমি
রৌদ্রতাপদহন,
পিঠাপুলির থালি,
অতিথিপাখির মেলা;
রিক্ততার সুর,
লেপ-কাঁথার আকুতি।
আজ তুষারপাত হোক!
পুরো পৃথিবীর রঙ এক হয়ে যাক!
হোক সেটা দিমিতের ক্ষোভ!
ফুল-ফল নাইবা থাকল আজ,
পাতাঝরা ডালে থাকুক শুভ্রতা!
বরফশীতল হৃদয়ে তুষার পড়ুক
প্রকৃতির একাত্মতায়!
ঈশ্বরে মুগ্ধ আমি,
সৃষ্টি আর অবিনশ্বরতায়;
বৃষ্টি, মেঘ, রোদ, পাখি সব ওই আকাশে!
আজ একটু তুষার পড়ুক,
জানালার কাঁচে দেখি,
উত্তরের দরজা খোলা,
ফসিল করে রাখি,
বরফশীতল হৃদয়ে;
তুষারকণা!
তোমার- আমার শীতকাব্য।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..