তোমার জন্য

মনোয়ারা স্মৃতি
কবিতা
Bengali
তোমার জন্য

পাষাণের প্রেম

বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ,
বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে।
প্রার্থনার গতিরোধ করো দাগী চোরের আইনে।

আরোপিত বিধানের ছকে বিবশ হই বিস্ময়ে।
এ-যেন দুয়ারে প্রস্তুুত পাষাণের পুলসিরাত;
একজীবনের যত গোপন আমলনামা হাতে।

আমার অস্ফুট ভালোবাসারা আগ্রাসী হয়ে ওঠে
তোমায় আরও ঘিরে ধরে তুমুলতর বিস্ফোরণে।
ভালোবাসা কি ইচ্ছে তুরুপ? ইসকাপন টেক্কা দেবে
পাষাণ মৃদঙ্গের বোলে ট্রাম করবে শেষ চালে?

হয়ত করতলে দেখনি নিবিড় প্রেম, জানোনি
হাজার বছরকার জটিল পৃথিবীর পাঁজরে;
মায়ার সুন্দরতম নদীটির নাম ভালোবাসা।
ডুবসাঁতারে জিতে নিতে হয় কসমিক হৃদয়।

 

তোমার জন্য

শূন্যতার বাঁকে নিবিড়ভাবে মিশে গেলে
কিছু প্রেম আর কিছু মায়ায়।
কল্যাণী সুরে বেঁধে নিতে হয়
অস্তিত্বের প্রতিজ্ঞায়;

জীবন ক্যাসিনোতে জিতে গেলে
এমন ভালোবাসার দায়,
না ছুঁয়েও বুকের গঙায় ডুবে থাকা যায়।

সহস্র কিলোর দূরত্বও আনতে পারে না
এক সুতোর অন্তরায়।

মধ্য বয়সেও স্কুলত্যাগী কিশোরীর মতো
নিজেকে লিখে দেয়া যায় আত্মঘোষণায়।

পোষা বেড়ালের মতো
পায়ে পায়ে পড়ে থাকা যায়।

মনোয়ারা স্মৃতি। কবি। বাস করেন ঢাকা বিভাগের নরসিংদীতে। লিখছেন দীর্ঘদিন ধরেই। মূলত কবিতা লিখেন। কিন্তু গল্পতেও আগ্রহ রয়েছে তার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ