তোমার নামের পরে 

মনিরা মনি
কবিতা
Bengali
তোমার নামের পরে 

চেনা পথ

আমি প্রতিনিয়তই হাঁটি
হাঁটতে হাঁটতে তোমার গন্তব্যে পৌঁছতে চেষ্টা করি
অথচ তুমি পথ দেখাও পেছনের
আমি পেছনেই হেঁটে চলি।
চলতে চলতে তোমার সমুখেই যাই।

তোমার অভিমান হয়, রাগ হয়
আমি বুঝি
কী করবো বলো?
আমার যে আর কোন পথ চেনা নেই।

 

তোমার নামের পরে 

তুমি বৃষ্টি ভালোবাসো আমি জল
বেজেছিলো তালি এক নয় দু’করতল;
তারপর একমুখি চাঁদে এনেছিলে কান্না
আমি বলেছিলাম ভালোবাসা? আর না।

সেই থেকে রাত্রি নেমেছিলো বিকেলেই
চাঁদের আলোয় ছুঁয়েছিলো কালো মেঘ;
আমি এক শতাব্দীর পথ পাড়ি দিয়ে দেখি
বুকের পাঁজরে থরে থরে নির্জলা আবেগ।

আবেগ পুষেছিলাম একলা আকাশ রেখে
গ্রহণ লেগেছিলো পূর্ণিমাতেই… চাঁদে;
তোমায় ভালোবাসি আজও হয়নি বলা
এক অযুতকাল মিছিল প্রতিবাদে।

ভাংচুর মন নিজের কাছে গোপন অভিধান
তুচ্ছ নাজুক সস্তা খুবই সেটাও আমি জানি
এই যে আমি উদাস এমন তোমার নামের পরে
তুচ্ছ ভেবেই জানলে না তো কতটা অভিমানী।

 

কি এমন ক্ষতি হতো কার?

আমরা ক্রমশই দূর থেকে দূরবর্তী হচ্ছি
অথচ কাছে থাকার গভীর প্রত্যয় ছিলো
কথা না বলার মুহূর্তরা কী ভীষণ দয়াহীন।
যৎসামান্য চাওয়া মুখ থুবড়ে পরার নিমিত্তে
পথ হেঁটেছিলাম এক আলোকবর্ষ মাইল।

কী এমন ক্ষতি হতো কার?
এই ধরো বড়জোর পাশাপাশি হাঁটা,
মুখোমুখি বসা বা টঙের দোকানের এক কাপ চা।

এই ধরো অনিমেষ তাকিয়ে থাকা
বা কল্পনায় তোমার রাজ্যে বিচরণ
অথবা একটা ভালোবাসার গভীর চুম্বন
এর বেশি নয়তো।

এক অজস্র বর্ষণ শেষে মেঘমুক্ত আকাশ জানে
সূর্যের গভীর তেজ শেষে নির্মল সন্ধ্যা জানে
অন্ধকার রাত শেষে স্নিগ্ধ সকাল জানে
একটা ভালোবাসা বুকেই বেঁচে থাকে।

 

 

মূলত কবিতা লিখেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রকাশিত কবিতার বই দুটি। থাকেন ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..