দণ্ডিত প্রভু

হিমাদ্রী চৌধুরী
কবিতা
Bengali
দণ্ডিত প্রভু

দণ্ডিত প্রভু

এবং মৃত, যেহেতু অনিবার্য সেতু— পেরুতে হবেই এই মোহাকাল!
কবিতা, প্রিয় রাজহংস আমার, রক্তে পাখি ফেরি কোরে বেড়ায় ঋতুভর্তি মেঘে —

লিখবোই অক্ষরে, বিনাশ কে কোরে অগ্রাহ্য গরল, প্রয়োজনে মুখোমুখি দাঁড়িয়ে দেখাবো ঈশ্বরীয় খেলা — আমার কবিতা আমার দণ্ডিত প্রভু!

 

বিরোধিতা

লিখো হিম কোন মাংসের গান। ছন্দের ভিতর জমে যাওয়া রক্ত বিস্ময়কর বাঁশি হয়ে জীবন নিয়ে খেলা করে সাপলুডু —
নামছে শব্দ, দ্যাখো পাতার আড়ালে বসে থাকা বাতাসের হাসি!

শ্বাসের নূপুর দ্যাখা ভোরে,— লিখো মৃত্যু। ভিজে উঠা আগুনের কাছে কয়লার বিরোধিতা বলে যাও।

 

বাঘ

তোমাে ঘ্রাণে মশগুল, — বিলীন হাওয়া থেকে হয়ে উঠছি বাঘ —বোধে লাটিম, ভোঁ ভো ক্রন্দন!
কী চাই তোমার কাছে— পুঞ্জিভূত মধুমালাই?
এই দরগায় হাহুতাশ, জুড়ে বোসে উড়ে উড়ে গাভিন স্বপ্নের দোহার— না চাইতেই যেমন বৃষ্টি, চাইলেই পাইনা তোমায়!

উপজাত নয়, মোহন নিখাঁদ তুষার — জলের জোছনায় উত্তপ্ত রাজবালিশে তুলাবউ গলিত লাভায় এঁকে রাখে আদীম আলো—

পুরুষ — কোমড় কামড়ের বাঘ, ঘুমায় না প্রেমে — জাগে যাত্রায় ঘোড়সওয়ারির ঝড়ো পথ!

হিমাদ্রী চৌধুরী। কবি ও শিক্ষার্থী। জন্ম ও বাস বাংলাদেশের ঢাকায়। লেখাপড়া করছেন ইংরেজি সাহিত্যে। তিনি স্বপ্ন দেখেন পৃথিবী হবে ক্ষুধা ও বৈষম্যমুক্ত। তিনি বিশ্বাস করেন, ভুল বোধের প্রাচীর ভেঙে একদিন আলো আসবেই।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..