দরজা পেরিয়ে

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
দরজা পেরিয়ে

গল্পকথা

সূর্যাস্তের পর
গল্পের আসল পরীক্ষা
এতক্ষণ যারা
পথ চিনিয়ে আনছিল
বাঁক ঘুরতেই
তারা হাওয়া
যেটুকু জুটেছে চাল
চলে গেছে পথে পথে
এখন ধরেছে যারা
গল্পের হাত
তারা সব খোড়ো চালে থাকে
দুয়ারটা বড় নয় জানি
তবু হাত রয়েছে বাড়িয়ে
নিজে সরে গিয়ে
গল্পের পথ করে দেয়
গল্প যদি
গল্প বলে
যেখানে রয়েছে পা
মাটিতে ছড়িয়ে

 

হৃদয় খুলে

মানিয়ে নেওয়ার আগে
মনে মেনেছ
ভিন্ন কিছু হয়?
কেউ আকাশ দেখে
বেলা কাটায়
দিন চলে যায়
নদীর জলে জলে

জরুরী খুব
হৃদয় খুলে
নিজেকে ভুলে যাওয়া।

 

দরজা পেরিয়ে

এত মুখ
কেন এতো কাছে কাছে
কানও তো বেশ
হয়ে আছে খাড়া
মাথায় তো নেই
কোনো ছাতা
তবু কথা আছে
মিলেমিশে!
কথায় কি আছে কথা?
এসো ভুলে যাই
শোনা কথা
কথার কথা… সব
দরজা পেরিয়ে
পায়ে পায়ে
চলো যাই কাজে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..