দাপাচ্ছে বর্ষা

মৌসুমী ভৌমিক 
কবিতা
Bengali
দাপাচ্ছে বর্ষা

দাপাচ্ছে বর্ষা

এই যে শ্রাবণের জল
নদী নালা খাল বিলে
ঢেউ কলকল
জল ঘুরে ঘুরে ফেনিল আবর্ত
সিঁড়ি বেয়ে ঢুকছে
বাঁধের কাছাকাছি কিছু জায়গায়
ডুবছে বাড়ি ডুবছে অলিগলি
জীবনের ঝুঁকি গেছে অনেকের ওপর দিয়ে
তারপরেও
উত্তাল নদীতে থেমে নেই যাত্রী পারাপার
খেয়া নৌকার
আবারো প্রাণের আস্বাদ পেতে
যেটুকু সম্বল নিয়ে বেঁচে থাকা যায়
সেটুকুই নিয়ে
তারা ছুটছে অন্যত্র
শরীরে ঘোলা জল ধুয়ে নিয়ে
এভাবেই গেছে কেটে দিনরাত
পিছে জলের উচ্ছ্বাস কী যেন বলে!

 

অসীম পিয়াসী মন

রাতের আঁধারে হারিয়ে
এইরকম দুপুর কিংবা বিকেলে
দূরে দৃষ্টি মেলেছি
যেখানে রয়েছে আলোর পথ হাওয়ায়,বাতাসে।
দৃষ্টির সাথে মনও ডানা ঝাপটায়
ঐ আলোয়
আঁধারে যা আকন্ঠ পান করেনি তৃষিত প্রত্যাশায়।
বহুবার এমন দৃশ্যও দেখি
কে বলে নীরবতা শূন্য অবস্থা?
শূন্যতায় ডুবে আছে একরাশ মুগ্ধতা
সে মুগ্ধতা মনের মাঝে শিকড় বোনে গহীনে
ভাবি বসে হারিয়ে যাই
আসবে কি সে?
আসবে কি কেউ?
দেবে কি আকাশখানি খুলে?
অসীম আলোয় ডানা মেলে উড়তে উড়তে
অদ্ভুত এক নির্জনতায় পৃথিবী থেকে ছিন্ন হয়ে…।

জন্ম ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বেড়ে ওঠা, শিক্ষা সবই শহর শিলিগুড়িতে। উচ্চ মাধ‍্যমিক সরকারি স্কুলে ভূগোলের শিক্ষকরূপে কর্মরত। লেখালেখি কিশোর বয়স থেকেই। মূলত কবিতাই প্রথম পছন্দের। 'দ্রোহকাল অক্ষরে' সাহিত‍্য পত্রিকা এবং ' ড্যাস ' আন্তর্জাতিক ওয়েব ম্যাগাজিন সহ বিভিন্ন জায়গায় নিয়মিত...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

তর্জমা

তর্জমা

তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..