দিশারী মুখোপাধ্যায়ের কবিতা

দিশারী মুখোপাধ্যায়
কবিতা
Bengali
দিশারী মুখোপাধ্যায়ের কবিতা

সার্কাসের রানি

রিংমাস্টার আমাকে খু্ব ভালবাসেন
সারাদেশে এক শহর থেকে আর এক শহরে
খাঁচা সমেত আমাকে নিয়ে যান বারবার

হাজার লোকের সামনে
তাঁর ইশারায় আমি নাচ দেখাই
আর করতালিগুলো কুড়িয়ে কুড়িয়ে
মাস্টারকে উপহার দিই
তখন তিনি আমার গায়ে মাথায় হাতবুলিয়ে আদর করেন
ডানহাতে যদিও একটা চাবুক থাকে
কিন্তু সেটা যাতে ব্যবহার করতে হয়
আমি তেমন কিছু করি না

রিংমাস্টার আমাকে খু্ব ভালবাসেন , প্রমাণ
সার্কাসের সমস্ত টিকিটে তিনি
আমার ছবি ছাপিয়েছেন যত্ন করে
আমি সার্কাসের রানি

রিংমাস্টারকে ছেড়ে আমি
অরণ্যেও যাবো না কখনো

 

শুভেচ্ছা

তোমার শুভ কামনায় কম পড়েছে
বিতরণে তাই ঢের সতর্কতা
পাত্র অপাত্রের বিচার
তাই
অপাঙ্গে নন্দিনী

তোমার মুষ্টি-সামর্থ্য
প্রাচুর্যের মধ্যে দীপাবলির প্রয়াস
মরুতৃষ্ণা নিবারণ নিয়ে উদাসীনতায়
তীব্র অহং

যে গাছটি জল কষ্টে সংক্রামিত
সে জানুক তোমার জল বন্যাপ্লাবনে অতি
রিক্ত হতে অনিচ্ছুক

তোমার জল
গড়িয়ে নর্দমায়

কিন্তু
অভাগার জন্য
একা একা একা দশই

আমার পক্ষ থেকে তবু
তোমার জন্য শুভেচ্ছার ব্ল্যাঙ্কচেক

হয়তো

আপনি বললেন উত্তর
সবাই উত্তরে তাকাল
কিন্তু দিলনা
আপনি বললেন পূর্ব
সবাই লংমার্চ
পাতা উল্টাল না
এখন আপনি উত্তরে দক্ষিণ
পশ্চিমে আগামী

পরের পাতায় আমি একটা চরিত্র হব
আপনার সংলাপগুলো ধুনবো
‘সবাই’ নাম্নীরা কোন পাতায়
নাকি শেষ মলাটের বাইরে
জানিনা

প্যারেড, ডাইনে মোড়
বললে ফেটে পড়া শিমুল কীকরবে
চিন্তা করছে না
অক্সিজেন সিলিন্ডার

বারে রেস্তোরাঁয় কথা হয়নি
আকার হারালে হবে
হয়তো

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..