প্রেমের কবিতা
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
ভালো নেই
ভালো নেই ধূসর সন্ধ্যা
বিষণ্ন বিকেল, চারিপাশ
ভালো নেই কফির কাপ
পথের ধুলো নিরন্তর অভিশাপ।
ভালো নেই গোধূলীর আবছায়া আলো
ভালো নেই আতশ বাতির জমকালো।
ভালো নেই ভালো নেই এক সন্ধ্যামুখী গাঙচিল
ভালো নেই ভালো নেই না লেখা কবিতার অন্ত্যমিল।
এতো কিছু ভালো নেই কাকে বলি মনখারাপের দিন
আমি যে ভালো নেই শত কোলাহলে তুমিহীন।
একা পথে পা বাড়িয়েছি যেই
দেখি কোথাও কেউ নেই, কেউ নেই।
এক নির্জন রাস্তা জানে নিয়নের শোক
তবু আমি হেঁটে চলি তোমার অভিমুখ।
দীর্ঘশ্বাস
আমি জানি,
সময় একদিন তোমাকেও শেখাবে
উপেক্ষার এক একটি মুহূর্তের দাম।
যন্ত্রণার হৃৎপিণ্ডের যতোটা উঠানামা হয়
ততোটাই বিভৎস সময় আগলে রাখে।
একদিন তোমার গল্পে আমি না থাকার
ইতিহাস রচিত হবে
ঠিক সেদিন ভালবাসাহীন বাতাসেরা
বইবে না বকুলে ঘ্রাণ,
সেদিন জ্যোৎস্নার জলে ভিজবে না শিউলি
অন্ধকারেই ঝরে যাবে আলোহীন রাত।
শুধু আমি দীর্ঘশ্বাসের এক একটা পথ পাড়ি দেবো
প্রবল জলোচ্ছ্বাসের ভেতর।
পেছনের পথে হেঁটে যাবো বিংশ শতাব্দীতে
তোমার গল্প যেখানে শুরু হয়েছিলো।
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
মাস্তুলপাড় পুরোনো আয়নার কাছে হাল ছেড়ে রেখেছি । মাস্তুলপাড় । ঝাঁপাতে হবে বলে কেঁপে যায়…..