দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
চিহ্ন
চিহ্ন এঁকে যাই,
যদি ফিরে আসে, আবার হারাই…
মূর্তি
তোমাকে দেখি আমি স্থির, পাথর চোখে
তুমি ভেবে বসো মূর্তি ক্যামেরা উৎসুকে
প্রতীক্ষা
প্রতীক্ষায় থাকি, পথের পাশের বুনো ঘাস
মাড়িয়ে যাও যদি, স্পর্শ আশায় বারো মাস
ফেরা
সেই তো ফিরলে গালিব, চেনা সড়কে, দরোজায়
দেখো খুলে কিনা, কষ্টের জলে জং ধরে গেছে কব্জায়
গল্প
নীল বেদনার, বিষাদ হলুদ, চিঠি আর খাম
যাপিত সময় কথা, উপরে তোমার নাম
স্মৃতি
আমি কি তোমাকে দেখি, তুমি দেখো
শুধু চিঠি আসে নীল খামে, মনে রেখো
বিস্মৃতি
ফিরে যাও, পথ ধুয়েছে বৃষ্টিতে দেখো
ফিরে যেতে যেতে ধুয়ে দেয়া খুব শেখো
না ফেরা
ভেঙে যায় মায়ার বৃত্ত, বিন্দু থাকে না আর
ফিরে গেলে দেখা হতো ঠিক তোমার আমার
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..