প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
চিহ্ন
চিহ্ন এঁকে যাই,
যদি ফিরে আসে, আবার হারাই…
মূর্তি
তোমাকে দেখি আমি স্থির, পাথর চোখে
তুমি ভেবে বসো মূর্তি ক্যামেরা উৎসুকে
প্রতীক্ষা
প্রতীক্ষায় থাকি, পথের পাশের বুনো ঘাস
মাড়িয়ে যাও যদি, স্পর্শ আশায় বারো মাস
ফেরা
সেই তো ফিরলে গালিব, চেনা সড়কে, দরোজায়
দেখো খুলে কিনা, কষ্টের জলে জং ধরে গেছে কব্জায়
গল্প
নীল বেদনার, বিষাদ হলুদ, চিঠি আর খাম
যাপিত সময় কথা, উপরে তোমার নাম
স্মৃতি
আমি কি তোমাকে দেখি, তুমি দেখো
শুধু চিঠি আসে নীল খামে, মনে রেখো
বিস্মৃতি
ফিরে যাও, পথ ধুয়েছে বৃষ্টিতে দেখো
ফিরে যেতে যেতে ধুয়ে দেয়া খুব শেখো
না ফেরা
ভেঙে যায় মায়ার বৃত্ত, বিন্দু থাকে না আর
ফিরে গেলে দেখা হতো ঠিক তোমার আমার
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..