প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দেখা হবার ছিল
‘বৃষ্টি থামলে দেখা হবে ওদিকের কামরায়—’
অশোক বৃক্ষের নিচে দাঁড়িয়ে
হাত উঁচিয়ে কথাটা বলেছিল সে।
আমি জানি এদিকটা পেরুলেই, ব্যস
নাগাল পেয়ে যাব ওদিকটার।
ট্রেনের শেড, চা-ওলা, সিগারেট–
তখন আমাকে আর পায় কে।
উদ্যত আঙ্গুলের ইশারা বুঝিনি তখনো।
নদীর ঢেউয়ের নিচে যে চোরা স্রোত
সেভাবে খুঁজিনি তাকে।
ওদিকের কামরা এখন এদিক
ওদিকটা রয়ে গেছে ওদিকেই।
এদিকের বৃষ্টি থেমে গেছে কখন।
ওদিকেরও…
হয়ত আবার কোন বৃষ্টিদিনে
আমরা মিলিত হব।
জেগে থাকা গ্রাম
শহরের বুকে এক টুকরো গ্রাম।
বৃষ্টি নামলে সোঁদা গন্ধ
গঙ্গাফড়িং ঘাসফুল
আবললতার ফাঁকে গিরগিটি।
শহরের কোলাহল শান্ত হয়ে এলে
আমার ফ্ল্যাটবাড়ির পিছনে
সেই গ্রাম জেগে ওঠে।
পাশের ফ্ল্যাটের লোক বলছিল,
ঝোপঝাড় হয়ে যাচ্ছে
এইবেলা কেটে দিন সব।
সাপখোপ ঢুকে থাকবে
বিষাক্ত পোকা, ইঁদুর—
আমি শুনিনি।
খবর নিয়েছি, তিনি বাঁকুড়ার লোক।
এখন শহুরে মানুষ
গটগট শব্দ, বডি স্প্রে,
আদব কায়দায়
গ্রাম্যছাপ পিছনে ফেলেছেন।
দু’দশক শহরে এসেও
নাগরিক রঙের মুখোস পরতে পারিনি।
শহরের বিষাক্ত কথাবাষ্প থেকে
আমাকে দু’দন্ড শান্তি দেয়
আমার এক টুকরো গ্রাম।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..