আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
জানি সব, বুঝি না
ঘা শুকানোর মত জল শুকিয়ে আসে টেবিলটপের কাঁচে
চিন্তাসূত্র ছিঁড়ে ছিঁড়ে যায়, মন নীরব হয়ে আসে শুধু কাঁকড়ার মত জেগে থাকে
উচাটন..
ওই বিকেলজন্মের গাছ
ওই লালবট
সব জানে আমার
কখন তুমি আসবে থরথর রোমাঞ্চ নিয়ে
আহা স্রোত, তোমার ডাকের ওপারে
তরঙ্গ তার ফুসলিয়ে নিয়ে যাবার দোষটুকু ফেলে গেছে জলে
জানি সব, বুঝি না শুধু নিজেকে
তার চেয়ে বেশি তোমাকে!
আঙুরগুচ্ছ
রসের অতলে তো রাক্ষসও দ্রবীভুত
এতটাই ভালো লাগে
আঙুরগুচ্ছ থোকা থোকা, রোদ্দুরে …
ও পৃথিবী
আমরাও কি পারি না অমন জোট বেঁধে থাকতে
আঙুরগোছার মত এক ঠাঁয়ে?
দূরত্ব
আমাকে বন্ধু ভাবোনি যখন
তখন আর এভাবেই দূরত্ব বাড়তে থাকবে
অথবা স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে
মন লুকিয়ে নিজেকে খুলব
মিছরিতে বিষাদ মেশালে যতটা অথবা
শুঁয়োপোকা আবহে প্রজাপতিরা
শূন্যপুরাণ খুলে রাখা সবকটা গ্রিটিংসের গায়ে…!
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..