শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
জানি সব, বুঝি না
ঘা শুকানোর মত জল শুকিয়ে আসে টেবিলটপের কাঁচে
চিন্তাসূত্র ছিঁড়ে ছিঁড়ে যায়, মন নীরব হয়ে আসে শুধু কাঁকড়ার মত জেগে থাকে
উচাটন..
ওই বিকেলজন্মের গাছ
ওই লালবট
সব জানে আমার
কখন তুমি আসবে থরথর রোমাঞ্চ নিয়ে
আহা স্রোত, তোমার ডাকের ওপারে
তরঙ্গ তার ফুসলিয়ে নিয়ে যাবার দোষটুকু ফেলে গেছে জলে
জানি সব, বুঝি না শুধু নিজেকে
তার চেয়ে বেশি তোমাকে!
আঙুরগুচ্ছ
রসের অতলে তো রাক্ষসও দ্রবীভুত
এতটাই ভালো লাগে
আঙুরগুচ্ছ থোকা থোকা, রোদ্দুরে …
ও পৃথিবী
আমরাও কি পারি না অমন জোট বেঁধে থাকতে
আঙুরগোছার মত এক ঠাঁয়ে?
দূরত্ব
আমাকে বন্ধু ভাবোনি যখন
তখন আর এভাবেই দূরত্ব বাড়তে থাকবে
অথবা স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে
মন লুকিয়ে নিজেকে খুলব
মিছরিতে বিষাদ মেশালে যতটা অথবা
শুঁয়োপোকা আবহে প্রজাপতিরা
শূন্যপুরাণ খুলে রাখা সবকটা গ্রিটিংসের গায়ে…!
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..