শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
দূর কথাটার মানে
সম্পর্কের দাবিই ছিলনা কিছু
পাশাপাশি থাকা সাধারণ প্রতিবেশী,
খুব চেনা তবু দূরত্ব ছিল ঢের
দেখেছি যতটা না দেখেছি তারও বেশি।
যেদিন বিকেলে অনেকটা মেঘ এসে
ভেঙে পড়েছিল খুব চেনা দরজায়,
কেউ ভেবেছিল অনিবার্যতা ভুলে
সময়কে নেবে নিজেদের কবজায়।
সময় থামেনা, বাধ্য হয়না কারও
নদীর মতন আপন খেয়ালে চলে,
দূরত্ব যদি ফাঁকা মাঠ গিলে খায়,
সময়ের হাত ধরে বন্ধুর ছলে।
এখন জেনেছি দূর কথাটার মানে,
কোন মায়াজাল কোন সুতো দিয়ে বোনা,
আগুনের সাথে আজীবন ওঠাবসা
বারবার পুড়ে উত্তাপ জানবনা?
শুদ্ধতা বিষয়ক
মাঝে মাঝে কিছু আয়নার কাঁচ আমিও ভেঙেছি
অসাবধানে, অনিচ্ছায়।
কিছু জিনিস, কিছু ভুল এভাবে অকস্মাৎ ভেঙে যায়।
মাঝে মাঝে কিছু দুঃসহ দহনে আমিও জ্বলেছি
ভুলে কিম্বা আনমনে।
কখনো হাত, কখনো মন এভাবে অকস্মাৎ পুড়ে যায়
মাঝে মাঝে এরকম অনেক হয়েছে
অজান্তে জড়িয়ে পড়েছি কখনও বিবাদে, কখনও বিষাদে
উত্তরে যেতে গিয়ে পুবের হাওয়ার সঙ্গে পশ্চিমে চলে গেছি।
তাই বলে আয়নার ভাঙা কাঁচ জুড়তে বসিনি
বরং আগুনে ফু দিয়ে বলেছি
তুমি শুদ্ধ থাকো।
ফু দিলে কি করে আগুন শুদ্ধ থাকে বুঝিনা আজও।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..