নদী যেখানে
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
দূর কথাটার মানে
সম্পর্কের দাবিই ছিলনা কিছু
পাশাপাশি থাকা সাধারণ প্রতিবেশী,
খুব চেনা তবু দূরত্ব ছিল ঢের
দেখেছি যতটা না দেখেছি তারও বেশি।
যেদিন বিকেলে অনেকটা মেঘ এসে
ভেঙে পড়েছিল খুব চেনা দরজায়,
কেউ ভেবেছিল অনিবার্যতা ভুলে
সময়কে নেবে নিজেদের কবজায়।
সময় থামেনা, বাধ্য হয়না কারও
নদীর মতন আপন খেয়ালে চলে,
দূরত্ব যদি ফাঁকা মাঠ গিলে খায়,
সময়ের হাত ধরে বন্ধুর ছলে।
এখন জেনেছি দূর কথাটার মানে,
কোন মায়াজাল কোন সুতো দিয়ে বোনা,
আগুনের সাথে আজীবন ওঠাবসা
বারবার পুড়ে উত্তাপ জানবনা?
শুদ্ধতা বিষয়ক
মাঝে মাঝে কিছু আয়নার কাঁচ আমিও ভেঙেছি
অসাবধানে, অনিচ্ছায়।
কিছু জিনিস, কিছু ভুল এভাবে অকস্মাৎ ভেঙে যায়।
মাঝে মাঝে কিছু দুঃসহ দহনে আমিও জ্বলেছি
ভুলে কিম্বা আনমনে।
কখনো হাত, কখনো মন এভাবে অকস্মাৎ পুড়ে যায়
মাঝে মাঝে এরকম অনেক হয়েছে
অজান্তে জড়িয়ে পড়েছি কখনও বিবাদে, কখনও বিষাদে
উত্তরে যেতে গিয়ে পুবের হাওয়ার সঙ্গে পশ্চিমে চলে গেছি।
তাই বলে আয়নার ভাঙা কাঁচ জুড়তে বসিনি
বরং আগুনে ফু দিয়ে বলেছি
তুমি শুদ্ধ থাকো।
ফু দিলে কি করে আগুন শুদ্ধ থাকে বুঝিনা আজও।
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে! ঝড় এসেছে, ঝড় আসছে- ঝড়! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে…..
মাধুকরী জানলা দিয়ে ভিক্ষুকের মতো চাঁদ উঁকি দেয় রমণীর শরীরী হরফে। রাত্রির নগ্ন পেয়ালায় মহুয়া…..
উনি আমাদের গেরামকেএলেন, আমাদের দাওয়ায় বসলেন, আমার ঘরে দাওয়াত খেলেন। যাবার আগে, আমার ল্যাংটা, নাকে…..