দৃশ্যকল্প

অদিতি
কবিতা
Bengali
দৃশ্যকল্প

দৃশ্যকল্প

ধীরে ধীরে আরও সুদূর হল দৃষ্টি; দৃশ্যরা কল্পনা
দোহারা মন বলে যায়
এই তুমি ঠিক তোমার মতো না।

ফিকে কুয়াশায় গাঢ় হল বসন্ত। ঋতুবদল।
রঙের দোটানায় আঁকা প্রচ্ছদ,
কবিতারা ঠিক তোমার আদল।

ক্ষয়ে যেতে যেতে এ কি বেঁচে থাকা না রূপান্তর!
ঋণী তবু ক্ষয়ের কাছেই,
ভাঙা-গড়া… সেও তোমারই নামান্তর।

স্মরণে বিস্মরণে

ছায়ার গায়ে পড়ল আলো;
চলে যেতে যেতে শরীর মাটিতে জমায়
আক্ষরিক সুখ। যত সম্মোহনী শোক
বিলাসী আঁচড় কাটে তার বুকে
আর্দ্রতা খোঁজা বাতাস ক্লান্তি
মাখে বসন্ত দিনে;
যুগপত্ এই চলে যাওয়া, থেকে যাওয়া
কে আর এমন করে
স্মরণ করে সাল তারিখে!

তবুও তো আলো…
আলো উচ্চারিত হয় বারবার।

 

মেঘ রোদ্দুর

পাতা জোড়া অবয়বে হাওয়ার মিছিল;
মরশুমি স্লোগানে বসন্ত অনাবিল।
এক চিলতে মেঘ নাকি রোদ্দুর
কে জানে বর্ষা নামায় কে কতদূর!

অদিতি। কবি ও বাচিকশিল্পী। অদিতি নামে লেখালিখি করলেও তাঁর পুরো নাম অদিতি রায়চৌধুরী। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের উত্তরবঙ্গের কোচবিহারে। বর্তমান নিবাস কলকাতা। প্রকাশিত বই: 'অনাঘ্রাতা' (কাব্যগ্রন্থ, ২০২১), দোয়াব (কাব্যগ্রন্থ, ২০২২)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ