দৃশ্যে অদৃশ্যে

দেবাশিস মুখোপাধ্যায়
কবিতা
Bengali
দৃশ্যে অদৃশ্যে

দৃশ্যে অদৃশ্যে

পুকুরের কাছে বসে মেয়ে
মেয়ের পায়ে বসে পুকুর
মাছেরা মেয়ে হয়ে গেলে
সেসব মেয়ে মাছ ডিম নিয়ে
পাড়ে বসে চাঁদ দেখে
এতো উজ্জ্বল সেই রূপকথা
যে জানালার চোখ ঝলসে যায়

দুই.

দীর্ঘ ঈ লাগা ভোর লাগে মায়াকাজলে
অ চেতন সরে গেলে আধার
ধরে নেয় রক্তকমলে
রূপসাগরের ডুব ডানা ভিজিয়ে দিলে
দেখি আকাশ অসীম
তবুও মাস্তুলের হাতছানি
ফিরিয়ে আনে চেনা জাহাজে
হতবাক থেকে বাকের সকাল
ফের ধাক্কা মারে লবণ সৈকতে
নোঙর ওঠার এক জোরালো আওয়াজ ঘিরে থাকে বন্দর এলাকা

তিন.

ঘাটের স্নান বধূটিকে ধরে
চোখ কেটে যায় জল
ছায়ার মেঘ না মেঘের ছায়া
সেই কালাচাঁদের গান
দোতারা বাজায় মীনাবাজারে
মীনাক্ষীর পূর্ব প্রেমিক
পাহাড়ের কঠিন পায়ের কাছে
ভাজা মাছ উল্টে ভদকায়
চুমা দেয় বর্ষা বিকেলে
অস্থিসার মেয়েটি সরিয়ে নেয়
কাচের বোতল আর তখন
সহজ সন্ধ্যা নামে নিবিড়
তাকে ডাকে

চার.

পাখির ডানার কাছে মেঘ
মেঘের নৌকা জুড়ে পাখি
ভিজে যায় চোখের বিছানা
নিহত বনশ্রীর কথায় কথায়
সেই মরু সংসার সাড়াহীন
মায়াকুসুমের গায়ে মায়াবী
প্রজাপতি নেই শুধু কাঁটাগাছ
চিবাতে চিবাতে রক্ত পড়ে
উটের আর পারি না পারি না
করে সব খাঁচা শূন্য অঙ্কের
বাইরে যেতে পারে না
আর এ কবিতা শুধুই দেয়াললিপি
ভুল অক্ষরের নামাবলী

পাঁচ.

রাত্রির কান্না টগর রেখেছে শরীরে
অগোছালো ভোরে রেখার মা
ছিঁড়ে নেয় সমস্ত মোহবিলাস
শব্দের ঘোর লাগে পাখিস্কুলে
যেন বর্ষাদিন শুনশান রাস্তায়
উড়ে যায় সাদাসবুজ টপ ও স্কার্ট
ডানার ভিজে কলরোলে
মোরামরাস্তায় নীল গা সাদা পাহাড়
অমল অমল ডাকে সুধা
একার অশ্রু জানে ঘাসের মাঠ
মুসাফির প্রেমিকের চোখ
ভৈরবী রাগ ধরে নিশীথের
ফর্সা বউ তানপুরা মেলে
সে সোমত্ত অক্ষরমালা
ছুঁয়ে হারানো যৌব রাজ্য ফিরে পাই

ছয়.

সঙ্গীত হারানো এক অসুখ জীবন
এক আসনে ধরে রাখে ব্যালকনি
অন্তিম ছায়ার কথা ভাবে আর সে
ছিন্ন পালক উড়ে যায় নিঠুর চোখের
পুকুরে সামান্য আড়াল রেখে এই
যে ডুব সেও এক অদ্ভুত বিষাদ রচনা নির্জনতার ফাৎনা নড়লে
ধরা পড়ে যায় সচল জলজ প্রাণ
আর কানে ট্রেন চলে যাওয়ার তীব্র
সাইরেন যেন যুদ্ধ যুদ্ধ কথা রাখে
অন্ধকার ছড়িয়ে দরজা বন্ধ হয়ে গেলে কল্পনার ক্যানভাসে চিত্রটি
অস্থির তুলির ওঠা নামায় ভীষণ
মূক হয়ে থাকলে কী করে বাঁচাই
বদ্ধ বদ্ধ গাওয়া এ কুয়োর ব্যাঙ

দেবাশিস মুখোপাধ্যায়। কবি। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতার কুলটিতে এবং বর্তমান নিবাস হাওড়ার বাগনান। তাঁর কবি জীবন শিশুকাল থেকে। কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় ১৯৮৩ সালে দশম শ্রেণিতে লেখাপড়াকালীন তাঁর প্রথম কবিতা প্রকাশ হয়। প্রকাশিত বই: কবিতার একখণ্ড মুখ, আজকাল পরশুর গল্প, শূন্য কিন্তু শূন্য নয়, ভূমিকা প্রেমের...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..