প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দেখা হলে হবে
দেখা হলে হবে
নাহলে কি মনখারাপ হবে?
আগের মতো?
অপেক্ষাও মেঘ হত
মেঘের বাড়ি পরিচিত ছিলো
তার ঘরদোর
পড়ার টেবিল
তার শাড়ির ঘ্রাণ
ডাকতো কি শীত?
ডায়নার জলে স্মৃতিও ভাসিয়ে দিই
চামুর্চির পাহাড়ে যদি তোমাকে পাওয়া যেত কিছু প্রিয় প্রশ্ন ছিলো
হবেনা শুধানো?
এক অন্ধ ক্যাকটাস বুকের ভেতরে
জেগে থাকে
আমার হাতের তালুতে কবে যেন হাত রেখে বলেছিলে ভুলে যাবেনা।।
আজ তোমাকে দেখলাম
আজ তোমাকে দেখলাম
স্বপ্নে
না পাওয়ার মতো
হলুদ রং
না দেখা রক্তক্ষরণ
ভেতর ভেতর একমাত্র প্রেমিকই জানে
বারবার ভুলের খবর
আমার দু’হাতে ভালোবাসার খুড়েছি কবর
দেখা তো তামাশার মতো
কেন দেখা হবে?
দেখা তো তামাশার মতো
তোমার ছেলের চুলের ঘ্রাণ
তোমার মতো নয়
তোমার মেয়ের হাসি
তোমার মতো নয়
তুমিও তোমার মতো নও
তোমাকে একদিন কিশোরবেলায়
শর্ষেখেতের ভেতর নীল রোদে হারিয়ে ফেলেছি
মিথ্যে কবিতা মিথ্যে প্রেম
দুহাত জড়ো করে থাকি
হাতের ভেতর কাঁটা ফোটে
তুমি চেনো লাল রং
কয়েকমাইল দূরে
তোমার স্বামী টের পায়?
অন্ধভক্তের মতো হয়তো ভালোবাসার মিথ্যে নাটক করে!
সে আমার মতো ভালোবাসতে পারে?
আমিতো এখনো মতো মধ্যরাতে উঠে তোমাকে খুঁজে দেখি
বুকের গন্ধ পাই
নীল ক্ষত হয়
লাল ক্ষত হয়
বর্ণময় তবু বর্ণহীন….
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..