বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
এবার এই হেলান দেওয়া রোদের রঙ সোনালী।
এবার এই রোদের সাথে মিশিয়ে দিলাম প্রেম।
এবার এই প্রেমে ভাসুক বকুল গন্ধ মন।
এবার এই হাল্কা তাপের সন্ধ্যার নাম জোনাকি।
এবার নীল জোনাকির রঙে ছোপালাম সুখ।
এবার এই সুখের ওমে হেসে লুটোপুটি মেয়ে।
এবার এই তারার মেলা টিপটিপ আলো আকাশে।
এবার এই অল্প আলোয় আনত মুখটি দেখলাম।
এবার এই মুখের আদলে গড়ে ফেলবই প্রতিমা।
এবার হাতে হাতে তার অস্ত্র দিয়েছি সাজিয়ে।
এবার এই অস্ত্রের সাজে বীরাঙ্গনাকে পুজলাম।
এবার এর বীরাঙ্গনাকে আমার আলয়ে আনবই।
এবার ওই অসুর নিধনে চলে যাও তুমি কন্যে।
এবার এই কন্যাকে আমি বধূসাজে আজ সাজালাম।
এবার এই বধূবেশে তোমাকে বন্দি করবই।
এবার এই সব চেষ্টার অবসান হবে কন্যা।
এবার কন্যার এলো বিসর্জনের পালা ওই।
এবার এই বিসর্জনেই তোমার মুক্তি দেখেছি।
এবার এই তোমার মাটিতে তোমাকে আবার গড়বো।
এবার এই তোমাকে সাজাবো অসুর মালার সাজেতে।
এবার এই অসুর মালায় তোমার লাজও ঢাকবেই।
এবার এই প্রকৃতির রূপে তোমায় দেখেছি কন্যা।
এবার এই কন্যা দুহিতা মাতা হল আজ একাকার।
এবার শুধুই নারী রূপে তুমি সকাল সন্ধ্যে সাজবে।
এবার তোমাকে তুমিই গড়বে কেবল নারীতে।
এবার এই নারীর আদল নারী বলে হবে পুজিত।
এবার এই পুরুষের সব কল্পনা হোক মিথ্যে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..