ধর্ম

সুদীপ্ত বিশ্বাস
কবিতা
Bengali
ধর্ম

ধর্ম

ধর্মকে আমি সেদিন মানবো যেদিন
মুসলমান শিশু খৎনা করা অবস্থাতেই জন্মাবে।

ধর্মকে আমি সেদিন মানবো যেদিন
হিন্দু শিশু টিকি নিয়ে জন্মাবে।

ধর্মকে আমি সেদিন মানবো যেদিন
দাড়ি শুধু মুসলমানদেরই গজাবে।

ধর্মকে আমি সেদিন মানবো যেদিন
রক্তের রঙ আলাদা হয়ে যাবে হিন্দু-মুসলমানের।

আমার শেষ যাত্রায় কোনও গীতা বা কোরান নয়,
কিছু আধুনিক বিজ্ঞানের বই দিও আমার সঙ্গে।

 

সুদীপ্ত বিশ্বাস। কবি। জন্ম ১৯৭৮, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের নদিয়া জেলার রানাঘাট। পেশাগতজীবনে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। কবিতা লিখছেন ১৯৯২ সাল থেকে। প্রকাশিত বই: ঝিনুক জীবন, মেঘের মেয়ে, ছড়ার দেশে, পানকৌড়ির ডুব, হৃদি ছুঁয়ে যায়, Oyster Life ইত্যাদি। লেখালিখি ও সরকারি চাকরির...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..