হাল
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
শাহবাগের মোড় থেকে
বিষ পিঁপড়া সরিয়ে
পাঁচ টাকায় বেলীফুল তুলে দিলাম
তোমার ছাই মাখা চুলে যা
বালের দৈ্র্ঘ্যের কাছাকছি।
তোমারে পেছনে নিয়া
পঙ্খীরাজে উড়াল দেই
যতবার ব্রেকচাপি
ততবার পিঠজুড়ে স্তনের প্রলেপ
আহা কি মাখন মাখামাখি
তুমি বলতে আমার বড্ড ভয় করে;
গতির কাঁটাটা বাড়তে বাড়তে
শিশ্নে এসে ঠেকেছিল
অম্নি শরীরের অলি গলি ছেঁযে গেল
উড়ো হাঁস সাদা মেঘ আর
জালালী কবুতরে;
ভেসে গেছি প্লাবনের ছলাৎছল ঢেউয়ে।
কতবার বদলে গেছো
সাবান শ্যম্পুর গন্ধ মেখে মেখে
বগলের গন্ধটাই বড্ড মানবিক ছিল
এখন হাসপাতালের টেবিলে
থেঁতলানো মাংস
বড়ি-লোশানের গন্ধ মাখা ত্বক
আর রক্তাক্ত নিতম্ব পড়ে আছে;
একটি মুড়ির টিন
অসূয়াবশত ধাক্কা দিয়েছিল পঙ্খীরাজের পোঁদে
যখন জ্ঞান ফিরল, দেখি তোমার গা ভর্তি
প্রলিপ্ত চন্দন আমুন্ড-নখাগ্র দিকচিহ্নহীন
একটি সাদা কাপড়ের চাদরে মোড়া।
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..