ধূসর সন্ধ্যা

মনিরা মনি
কবিতা
Bengali
ধূসর সন্ধ্যা

স্বপ্ন যখন একটু ফিকে, ধূসর কালো
বিকেল নিভে ঠিক তখনি সন্ধ্যে এলো

ঝাপসা চোখে একটু তাকাই পথের বাঁকে
ব্যস্ত সবাই, কে কার মনের খবর রাখে।

আমি এখন বয়স বেড়ে একটু ভারি
নিজের মতো সময়গুলো দিচ্ছি পারি

আর ভাবি না একটা সুখের গল্প লেখি
যে যার মতো ভালোই আছি সত্যি নাকি?

ভাবনারা সব নেইতো আর আগের মতো
শুকিয়ে গেছে সব আঘাতের বিষম ক্ষত

মন খারাপের সময়গুলো যায় না ভালো
মেঘে মেঘেই বজ্র নিনাদ খুব চমকালো

একলা সময় ভাবনারা সব দেয় যে হানা
মন বুঝে না ওমন করে কাঁদতে মানা

সাদা চুলে দিচ্ছে জানান নেইতো সময়
ইরেজারেই মুছতে থাকি মনেরই ভয়।

মূলত কবিতা লিখেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রকাশিত কবিতার বই দুটি। থাকেন ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..