ধূসর সন্ধ্যা

মনিরা মনি
কবিতা
Bengali
ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা

কেমন যেন মন আকাশেই মেঘ
জ্বলছে শুধু অভিমানের আলো
মেঘের ফাঁকে লুকিয়ে গেলে চাঁদ
বজ্র নিনাদ ভীষণ চমকালো।

আকাশ ঘিরে মেঘের ছোটাছুটি
বিষন্নতা ভর করেছে মনে
বৃষ্টি জলে অশ্রু লুকাই তখন
অন্ধকাররাও কাঁদছে ক্ষণে ক্ষণে।

দৃষ্টি মেলে ঝাপসা দেখি খুব
আঁধার যদি আলোর নাগাল পায়
কার বিরহে লিখছি কাব্যখানা
রঙহীন এই ধূসর সন্ধ্যায়।

আবছায়া এক সন্ধ্যা নামার ক্ষণ
কার অভাবে জানালা খুলে রাখি
অভিমানের দুয়ার গেছে খুলে
বার্তা নিয়ে আসছে অচিন পাখি।

বলছে কথা ফিসফিসিয়ে কানে
সেও নাকি আমার মতই একা
হলুদ খামে পাঠায় ভোরের চিঠি
গুটিয়ে নেওয়া তাহার কাছেই শেখা।

 

চশমারা হোক ধূলোময় 

ওভাবে তাকিয়ো না,
যেভাবে তাকালে আমি একেবারে
ভেঙেচুরে যাই।
নিজেকে সোজা করে দাঁড়াতে না পারি।

বরং কঠিন হও
ফিরিয়ে দাও আমার তেজস্ক্রিয় আবদার
ফের পথে যদি হই অবহেলার ভাঁটফুল
খোঁপায় গুঁজে নিও অবসরে।

একটুকরো রোদ এই মলিন বুকে পড়ুক
মুছে যাক কবিতার পঙ্কিলতা
এক জীবনের যতটুকু তুচ্ছতা আমার
সবটাই উৎসর্গ করবো তোমার নামে।

ধুলো যদি পরেই যায় চশমায় তবে মুছবো না রুমালে
থাকুক কিছু অদেখা অস্পষ্টতা ।

মূলত কবিতা লিখেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রকাশিত কবিতার বই দুটি। থাকেন ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..