প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
জীবন থেকে যা কিছু হারায়
জানু পেতে রাখি মহাজীবনের কাছে
তাবৎ সূর্য চিনে নেয় যত শোক
বলে- আছে,আছে,আছে।
স্বপ্নের নদী যা কিছু ভাসায়
জেগে থাকে রোজ
একফালি চাঁদ,বুকে তার ভাঙা সেতু
রাতপাহারায় ছিলা টানটান
অস্থির কালকেতু।
সীমানা কোথায় জানে না আগুন
নিভে যাওয়া কাঠ শরীর অধরা
ফিরে আসা মানে বাঁধভাঙা জল
বিরহিনী ফুল্লরা।
জীবন যাপনে যা কিছু সহজ
অক্ষরে বলা হয়নি কিছুই তার
চারপাশ ঘিরে জাতক পংক্তিমালা
ক্রমাগত এক সুদীর্ঘ কবিতার।
উলুক্ ঝুলুক্
জ্যোৎস্না দুলুক্
গা ঢাকা দিই অন্ধকারে
তোমার পাশে আমার বাড়ি
অন্য সবাই নদীর ধারে।
উপুড় ঝুপুড়
বৃষ্টি দুপুর
গাছের পাতা ভিজছে না
বাকল চুঁয়ে রক্ত গড়ায়
শেকড় ছুঁয়ে যন্ত্রণা।
ছলাৎ ছলাৎ
দু’মুঠো ভাত
পেটের জ্বালা মিটছে কই
হলদেচাঁপা বকুলফুল
গোলাপকাঁটা আমার সই।
হুকুম দখল
শরীর ধকল
একনজরেই সম্প্রদান
ভাতারখাকি মেয়েমানুষ
ভোর না হতেই ইস্টিশান।
যেখানে দাঁড়াই ঘর
চৌকাঠে দিন
ভেতরে অন্ধকার
যেখানে দাঁড়াই ঘর
অক্ষরহীন
শব্দ মৌনতার
যেখানে দাঁড়াই ঘর
মানুষের ছবি
উঠোনে ধারালো ভীড়
যেখানে দাঁড়াই ঘর
নির্বাক সবই
ভাঙা আলো পৃথিবীর
যেখানে দাঁড়াই ঘর
মরা নদীখাত
ঝুঁকে থাকা কার সাঁকো
যেখানে দাঁড়াই ঘর
বাড়ানো দু’হাত
বাইরে এসেছি – ডাকো।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..