নামহীন পদ্য

মোহাম্মদ জামান
কবিতা
Bengali
নামহীন পদ্য

হৃদয় পুরে লুকিয়ে রেখে
চোখের আলো স্বপ্ন দেখে
অন্য লোকে

eye inside the eye needs an
eye to see
heart inside the heart needs an
heart to BE

চোখের আলোয় লুকিয়ে রেখে
হৃদয় কেন খুঁজে বেড়ায়
অন্ধকারে

দুই.

বিজনে বৃক্ষ যদি ফুটে উঠে ফুলে
ফুলে যদি কভু ভুলে গুঞ্জন তুলে
পায় পায় যদি যায় ভুলো এক কবি
কবি যদি কথা বুনে আঁকে তার ছবি
বৃক্ষ কি তবে তার ফুলগুলো এবে
তুলে দিবে কন্ঠে তার মধুরিত দ্রবে

 

তিন.

কোন বিষে নীল হলো
ভিতর আর বার
ছিড়ে গেলো পরানের
দু’তরার তার

হিয়া মাঝে কি যে শুধু
করে আনচান
বুঝি না কিছুই তবু
ডেকে যায় বান

 

চার.

আমি জানি তুমি নহ অনিমিষ অমী
অনীহিত অনুশর অনুরতি ভ্রমি
এতদীয় এলোমেলো এষনা ও এনী
আমি জানি তুমি নহ রমনীয় মনি
মনি নয় মমি নয় মনোহরা মধ্যা
অতিরস অদ্রিজা শিবা তব বোদ্ধা
সুরা পিয়ে মদালস কামরূপ যুদ্ধা

 

পাঁচ.

এক দশমিক চারটে ভুলে
লীলাবতীর নাকের ফুল
হঠাত যদি ছলকে উঠে
বানভাসি সব ফুলের ভুল

তখন কবি বন্ধু আমার
শরত বিকেল করাঙ্গুলি
রাখবে কোথায় এক দশমিক
চারটে ভুলের ভুবনগুলি

(কবি বন্ধু হুমায়ুনের জন্য)

মোহাম্মদ জামান। কবি ও অনুবাদক। জন্ম বাংলাদেশে। পেশাগত সূত্রে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..